বুধবার, ২৪ মার্চ, ২০১০

নৈতিকতা, তুমি কার?


সব ধর্ম এমন একটা ভুয়া ধারণা প্রচার করে চলে, যেন নৈতিকতা ধর্মের একচ্ছত্র সম্পত্তি এবং ধর্ম না থাকলে নৈতিকতার বিলুপ্তি অবশ্যম্ভাবী। 

"নৈতিকতাহীন" এক নাস্তিক স্যাম হ্যারিস-এর চমৎকার একটি বক্তৃতা পেলাম, যেখানে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, বিজ্ঞানের সাহায্যে নৈতিকতার বিশ্লেষণ সম্ভব। তবে নৈতিকতা বিজ্ঞানপ্রসূত, এমন ভিত্তিহীন কথা তিনি, সঙ্গত কারণেই, বলেননি।

বক্তৃতা আয়োজনকারীদের সাইটে স্যাম হ্যারিসের পরিচয় দেয়া হয়েছে এভাবে: Adored by secularists, feared by the pious, Sam Harris' best-selling books argue that religion is ruinous and, worse, stupid -- and that questioning religious faith might just save civilization.

লক্ষ্য করুন, ভিডিওটি সাবটাইটেলসহ দেখার ব্যবস্থা আছে।


ডাউনলোড লিংক (সাইজ ৭৯ মেগাবাইট)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন