আল্লাহর অস্তিত্বের প্রশ্নাতীত প্রমাণ বিষয়ক পোস্ট দেয়ার পরে এই সিরিজ অপ্রয়োজনীয় মনে হতে পারে
তবে আমার মনে হয়, তার অস্তিত্বের সপক্ষে বেশি বেশি যুক্তি দেখিয়ে নাস্তিকদের থোঁতা মুখ ভোঁতা করার পথটি পরিষ্কার ও প্রশস্ত করে রাখা উচিত
বিদেশী রচনার ছায়া অবলম্বনে রচিত।
প্রমাণ ১১.
আচ্ছা বুঝলাম, আপনার অনেক পড়াশোনা আছে। আমি আপনার মতো অতো হয়তো পড়িনি। তবে আমি তো কোরান-হাদিস পড়েছি। অতএব আপনি যা-ই বলুন না কেন, আপনি আমাকে বোঝাতে পারবেন না যে, আল্লাহ নেই। কারণ কোরানে আল্লাহ বারবার তাঁর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। অতএব আল্লাহর অস্তিত্ব আছে।
প্রমাণ ১২.
আল্লাহর অস্তিত্ব থাকলে আমি তাঁকে বিশ্বাস করতাম। এবং আমি যেহেতু তাঁকে বিশ্বাস করি, তার অর্থ আল্লাহর অস্তিত্ব আছে।
প্রমাণ ১৩.
আমার আব্বা-আম্মা বলেছে, আল্লাহ আছেন। অতএব প্রমাণিত হয় যে, আল্লাহর অস্তিত্ব আছে।
প্রমাণ ১৪.
কোটি-কোটি লোক আল্লাহ আছেন বলে বিশ্বাস করে। তাদের সকলের ধারণাই ভ্রান্ত? তা হতেই পারে না। এর অর্থ, আল্লাহর অস্তিত্ব আছে।
(একটি প্রাসঙ্গিক ওয়ান-লাইনার উল্লেখ না করে পারছি না: বিষ্ঠা নিশ্চয়ই সুস্বাদু; কোটি কোটি মাছি ভুল করতে পারে না! - ধর্মপচারক)
প্রমাণ ১৫.
এরিক ক্ল্যাপটন ঈশ্বরের মতো গিটার বাজায়! অতএব ঈশ্বরের অস্তিত্ব আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন