বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০১০

কাঁচুমাঁচু ক্যাথলিক চার্চ


ক্যাথলিক চার্চের ঐতিহ্যবাহী বালকগামিতার নিত্যনতুন খবর পাওয়া যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে।

ব্রাজিলে ঊনিশ বছর বয়সী এক বালকের সঙ্গে বিরাশি বছর বয়সী যাজকের যৌনকর্ম সাধন করার দৃশ্য স্থানীয় এক টিভিতে প্রচারিত হয়েছে। রীতিমতো "ব্লার" করা এই ভিডিওর শেষভাগে যাজকের মুখ স্পষ্টভাবে দেখা যায়, অন্য কারোর উপস্থিতি অনুমান করতে পেরে তিনি বলে ওঠেন, "কে ওখানে?" বিস্তারিত খবর পড়ুন। ভিডিও দেখতে পারেন এই লিংকে গিয়ে।

সুইজারল্যান্ডে চার্চ নিজ উদ্যোগে শিশুদের ওপর যৌননিপীড়নের ষাটটি ঘটনার তদন্ত শুরু করেছে। 

জার্মানির ঘটনা প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছিলাম ক'দিন আগেই।

এছাড়া আয়ারল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া এবং হল্যান্ডেও ক্যাথলিক যাজকদের কুকীর্তির খবর প্রকাশিত হয়ে পড়েছে। খোদ ভ্যাটিকানেও নাকি "শয়তানের আছর" পড়েছে বলে স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে বড়োই বেকায়দায় আছেন সেখানকার উচ্চপদস্থ যাজকেরা এবং পুরো ক্যাথলিক চার্চ।

স্ক্যান্ডাল পৌঁছে গেছে পোপের কাছাকাছি। খবর নিউইয়র্ক টাইমসের। এ বিষয়ে সিএনএন-এর গতকালের রিপোর্ট:


ডাউনলোড লিংক (১.৪৭ মেগাবাইট)

আমার অতীব প্রিয় একটি ব্যঙ্গাত্মক ভিডিও। বড়োই প্রাসঙ্গিক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন