অস্ট্রেলিয়ার এবিসি চ্যানেলের Q&A নামের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রিচার্ড ডকিন্স। মূলত তাঁর বুদ্ধিদীপ্ত উত্তর ও মন্তব্যের কারণে প্রাণবন্ত হয়ে উঠেছিল আলোচনাটি। উৎসাহীরা এখানে ক্লিক করে দেখতে পারেন পঞ্চান্ন মিনিটের এই অনুষ্ঠানটি। ভিডিওর ঠিক নিচেই দেয়া আছে ডাউনলোড লিংক। আর তারও নিচে - পুরো অনুষ্ঠানের ট্র্যান্সক্রিপ্ট। ভিডিও দেখার ইচ্ছে বা সুযোগ না থাকলে পড়ে নিতে পারেন।
রিচার্ড ডকিন্স খুব বেশি কথা বলেননি বা বলার সুযোগ পাননি আলোচকের সংখ্যা অনেক থাকার কারণে। তবু আমি বেশ নিজে বেশ মজা পেয়েছি, এটা বলতে পারি নির্দ্বিধায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন