এক.
শিক্ষিকা আল-কায়েদাকে "টেররিস্ট গ্রুপ" আখ্যা দেয়ায় পনেরো বছর বয়সী এক মুসলমান ছাত্র তাঁর মুখে টিয়ার গ্যাস স্প্রে করে দিয়েছে। ফ্রান্সের এই ঘটনার খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দুই.
জনসমক্ষে অসংখ্য প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে এক খ্রিষ্টানকে একত্রিশবার গুলি করে হত্যা করে শিরোচ্ছেদ করা হয় এবং পরে লাশটিকে রাস্তা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বিজয়োল্লাস সহযোগে। এর পরেও হত্যাকারী মুসলমানটি নির্দোষ প্রমাণিত হয়েছে এবং বেকসুর খালাস পেয়ে গেছে আদালতের বিচারে। দেশটির নাম মিশর। বিস্তারিত পড়ুন।
তিন.
কট্টর ইসলামপন্থীরা স্কুলে ইংরেজি ও বিজ্ঞানশিক্ষা নিষিদ্ধ করে দিয়েছে। যে-জ্ঞান মুক্তচিন্তার সহায়ক, সেটির চর্চা রোধ করাটাই তো ধর্মের লক্ষ্য! ঘটনা সোমালিয়ায়। খবর রয়টারের।
চার.
জার্মানির ক্রমিক-অপরাধীদের (serial offender) শতকরা ৪৭ ভাগ আরব বংশোদ্ভূত। যেখানেই যাক না কেন, ঐতিহ্য রক্ষা বলে একটা কথা আছে না! পড়ুন এখানে।
পাঁচ.
"আল্লাহু আকবর" ধ্বনি তুলে খ্রিষ্টান-অধ্যুষিত এলাকায় হামলা করে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে পাঁচশোজনকে হত্যা করে বেহেশত গমন নিশ্চিত করেছে নাইজেরিয়ার জঙ্গি মুসলমানেরা। অহো! শান্তির ধর্মের কী মহিমা! এখানে বিস্তারিত সংবাদ।
আসুন, আমরা শান্তির ধর্মের বন্দনা করি এবং সবাইকে জানিয়ে দিই শান্তির এই বাণীটি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন