শুক্রবার, ৩০ এপ্রিল, ২০১০

ফাক দ্য মাদারফাকার

না, আশাহত করেননি টিম মিনচিন। মনে মনে ভাবছিলাম, ক্যাথলিক চার্চের সেক্স স্ক্যান্ডাল নিয়ে কটাক্ষকণ্টকিত গান তিনি নিশ্চয়ই গাইবেন। এবং গেয়েছেন। গান তো নয়, রীতিমতো বোমা! সাবধান! অশালীন শব্দ আছে গানটিতে এবং আছে সংক্রামক সুর! ফলে মনের অজান্তেই লোকসমক্ষে গেয়ে উঠতে পারেন, "ফাক দ্য মাদারফাকার..." 

লিরিকস নিচে।


লিরিকস:

Fuck the motherfucker
Fuck the motherfucker
Fuck the motherfucker he's a fucking motherfucker!
Fuck the motherfucker
Fuck the fucking fucker
Fuck the motherfucker he's a total fucking fucker!
Fuck the motherfucker
Fuck the motherfucker
Fuck the motherfucker, fucking fuck the motherfucker!
Fuck the motherfucker
Fuck the motherfucking Pope! 

Fuck the motherfucker, and fuck you, motherfucker
If you think that motherfucker is sacred.
If you cover for another motherfucker who's a kiddy fucker
Fuck you, you're no better than the motherfucking rapist.
And if you don't like the swearing that this motherfucker forced from me
And reckon it shows moral or intellectual paucity
Then fuck you, motherfucker, this is language one employs
When one is fucking cross about fuckers fucking boys. 

I don't give a fuck if calling the Pope a motherfucker
Means you unthinkingly brand me an unthinking apostate.
This has nowt to do with other fucking godly motherfuckers
I'm not interested right now in fucking scriptural debate.
There are other fucking songs and there are other fucking ways
I'll be a religious apologist on other fucking days.
But the fact remains that if you protect a single kiddy fucker
Then Pope or prince or plumber, you're a fucking motherfucker!

You see I don't give a fuck what any other motherfucker
Believes about Jesus and his motherfucking mother.
I've no problem with the spiritual beliefs of all these fuckers
While those beliefs don't impact on the happiness of others.
But if you build your church on claims of fucking moral authority
And with threats of hell impose it on others in society 
Then you, you motherfuckers, can expect some motherfucking wrath
When it turns out you've been fucking us in our motherfucking asses!
So fuck the motherfucker, and fuck you, motherfucker
If you're still a motherfucking papist (টিম মিনচিনের আবিষ্কৃত শব্দ বলে বোধ হয়: Pope - Papa - Papist)
If he covered for a single motherfucker who's a kiddy fucker
Fuck the motherfucker, he's as evil as the rapist.

And if you look into your motherfucking heart and tell me true
If this motherfucking stupid fucking song offended you
With its filthy fucking language and its fucking disrespect
If it made you feel angry, go ahead and write a letter.
But if you find me more offensive than the fucking possibility
The Pope protected priests when they were getting fucking fiddly 
Then listen to me motherfucker, this here is a fact:
You are just as morally misguided as that motherfucking power-hungry, self-aggrandised
Bigot in his stupid fucking hat. 

নামাজের ওয়াক্ত বলে কথা!


এ বছরের ফেব্রুয়ারি মাসের ঘটনা। লন্ডনে এক মুসলমান বাস ড্রাইভার হঠাৎ করে যাত্রীভর্তি বাস থামিয়ে নামাজ পড়তে শুরু করে দিলো!  নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, সেটাই বড়ো কথা। বাস থামানোয় কার কী ক্ষতি হচ্ছে, তা তো ধর্তব্য নয়!

নিচের পোস্টারটি দেখে ওপরের ঘটনার কথা মনে পড়লো। 


বিশ্বাসের সিম্পসনীয় সংজ্ঞা


হোমার সিম্পসন-এর মতে: Faith is what you have in things that don't exist.



ডাউনলোড লিংক (১.৭ মেগাবাইট)

ইসলামী ইতরামি: বৈচিত্র্যময়


১.
বিবিসি জানাচ্ছে, ইরানের মেয়েরা যথাযথভাবে পোশাক পরে না বলে বিবাহবন্ধনবহির্ভূত যৌনসম্পর্ক স্থাপনে উৎসাহী হয় পুরুষেরা এবং ফলশ্রুতিতে ইরানে ভূমিকম্প হয় - এক ইসলামবিদের এই বিশ্লেষণে সমর্থন জানিয়েছেন ইরানের ফ্রাইডে প্রেয়ার লিডার  । অবশ্য এই সংবাদটি ইসলামী ইতরামী ক্যাটাগরির ঠিক উপযুক্ত নয়। ইসলামী গাধামি ধরনের আরেকটি ক্যাটাগরি খোলার কথা ভাবতে হবে 

২.
আরেক ইসলামী জ্ঞানতাপস ঘোষণা করলেন, সাম্প্রতিককালে আইসল্যান্ডে ভয়াবহ অগ্ন্যুৎপাত আসলে কাফের ও বহুঈশ্বরে বিশ্বাসীদের জন্য আল্লাহর শাস্তি।



৩.
পুরুষ ও নারী একসঙ্গে নামাজ পড়তে পারবে - এই কথা বলায় এক আরবীয় শেখের বিরুদ্ধে হত্যার ফতোয়া দেয়া হয়েছে। 

৪.
ইরানে রোদে-পোড়া (suntanned) ত্বকের কারণে যে-কোনও মেয়েকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার হবে "চলমান ম্যানিকিন"-এর মতো মেয়েরাও। ইসলামী ড্রেস-কোড লঙ্ঘনের অভিযোগে। খবর ডেইলি টেলিগ্রাফের

৫.
ইয়েমেনে শিশুবিবাহ আইনগতভাবে নিষিদ্ধ করার উদ্যোগকে স্রেফ পশ্চিমা অ্যাজেন্ডা বলে এক ইসলামী নেতা।

৬. 
হুমায়ুন আজাদ কি সাধেই বলেছিলেন: "সতীচ্ছদ আরব পুরুষদের জাতীয় পতাকা"!

৮.
খ্রিষ্টানরা একটি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করছে, এই গুজব শোনার পর হাজার হাজার ইন্দোনেশীয় ঈমানদার  মুসলমান খ্রিষ্টান শিক্ষা কেন্দ্র আক্রমণ করে।

৯.
পনেরো বছরের হিন্দু বালিকাকে অপহরণ করে বলপূর্বক মুসলমান বানিয়ে নিজেদের বেহেশত নসীব করে ফেলেছে একদল পাকিস্তানি মুসলমান।

১০.
"এরা যতো বেশি পড়ে, ততো বেশি জানে, ততো কম মানে"। মুসলমানেরা অন্ধকারেই থাকতে চায়। পাকিস্তানে জেহাদীরা তিনটি স্কুল উড়িয়ে দিয়েছে

১১.
এক মুসলমানের দাড়ি কাটার অভিযোগে এক খ্রিষ্টান নাপিতকে পিটিয়ে হাড় গুঁড়ো করে দিয়েছে পাকিস্তানের আট মুসলমান। না, নাপিতটি বলপূর্বক করেননি কাজটি। তিনি কেবল তাঁর পেশাদারী দায়িত্ব পালন করেছেন, যদিও শুরুতে দাড়ি কাটায় অসম্মতি জানিয়েছিলেন তিনি।


বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০১০

সাউথ পার্ক বনাম ইসলাম: ইউটিউবে নিষিদ্ধ ভিডিও


সাউথ পার্ক ও ইসলামীদের সাম্প্রতিকতম দ্বন্দ্ব প্রসঙ্গে Thunderf00t-এর তৈরি করা নিচের ভিডিওটি ইউটিউবে নিষিদ্ধ করা হয়েছে। তবে তাঁর প্রায় নব্বই হাজার সাবস্ক্রাইবারের অনেকেই ভিডিওটি তাদের নিজস্ব চ্যানেলে আপলোড করে রেখেছে। 

নিচের ভিডিও দেখা না গেলে এখান থেকে ডাউনলোড  (৪১ মেগাবাইট) করে নিয়ে দেখুন।


অন্ধবিশ্বাসের সামনে তথ্য-প্রমাণ যখন অসহায়


অশিক্ষিত, অল্পশিক্ষিত বা অপশিক্ষিত লোকেরা ধর্মীয় নানাবিধ কু-রূপকথায় বিশ্বাস করলে তা তবু মেনে নেয়া হয়তো যায়, তবে যখন সুশিক্ষিত, পণ্ডিত ব্যক্তি বলেন যে, বিজ্ঞানের হাতে সমস্ত তথ্য-প্রমাণ আছে জানা সত্ত্বেও তিনি বিজ্ঞানকে অস্বীকার করে আসমানী কিতাবের বক্তব্যেই বিশ্বাস করেন, তখন আর কী বলার থাকে! হায়, অন্ধবিশ্বাসের কী প্রবল প্রতাপ! যুক্তি-প্রমাণ তার সামনে অসহায়।

রিচার্ড ডকিন্সের মুখে শুনুন প্রায়-অবিশ্বাস্য ও হতাশাব্যঞ্জক এক কাহিনী।


সেক্সবাতিকগ্রস্ত ভ্যাটিকান ও ইসলাম


পারস্পরিক সম্মতিতে আইনসঙ্গত যৌনমিলন সম্ভব কতো বছর বয়স থেকে? যথাদেশে যথাচার। একটা তালিকা খুঁজে পেলাম।  তাতে দেখা যাচ্ছে, বয়সের পরিধি বারো থেকে শুরু করে বিশ-একুশ পর্যন্ত। বাংলাদেশে ছেলে-মেয়ের মিলনের উপযুক্ত বয়স সম্পর্কে কোনও তথ্যই তাতে নেই। আর ছেলে-ছেলে ও মেয়ে-মেয়ের মিলনকে বলা হচ্ছে আইনবিরুদ্ধ। 

তো, যা-ই হোক, এখন আন্দাজ করুন দেখি, ভ্যাটিকান সিটি নামের দেশে যৌনমিলনের সর্বনিম্ন আইনসিদ্ধ বয়স কতো? পারলেন না? বারো। হ্যাঁ, বারো।

ইসলামী দেশগুলোর কথা নয় না-ই বলি। ওইসব দেশে সাধারণত আইনগতভাবে উপযুক্ত বয়স উল্লেখ না করে বলা হয়, যৌনমিলনের জন্য উভয়কেই (অবশ্যই ছেলে এবং মেয়ে) বিবাহিত হতে হবে। হোক কনের বয়স পারে ছয়-সাত কিংবা আট । তা কিন্তু সম্পূর্ণ ইসলামী আইনসিদ্ধ। স্বয়ং নবীজিই সেই পথ দেখিয়েছেন।

অপ্রাসঙ্গিক:
গেমসে আগ্রহীরা "ভ্যাটিক্যান সিটি" নামের খেলাটি খেলে দেখতে পারেন।

চিকিৎসা অপেক্ষা প্রার্থনা উত্তম!


সন্তানের অসুখ হলে কিছু বিশ্বাসান্ধ পিতা-মাতা চিকিৎসাবিজ্ঞান ও ডাক্তারদের উপেক্ষা করে প্রার্থনাকেই শ্রেয় মনে করে থাকে। আসলে প্রার্থনায় কোনও ালটাও হয় না, এই অমোঘ সত্য গ্রহণে সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়ায় ধর্ম।

সিএনএন-এর রিপোর্ট।



পূর্বে প্রকাশিত প্রাসঙ্গিক পোস্ট:

নির্ধর্মীয় সঙ্গীত: আই লাভ জিসাস


ভাবছেন, নির্ধর্মীয় সঙ্গীতের নাম "আই লাভ জিসাস" হয় কী করে? কারণ
I love Jesus...
At least that's what I said
To get you into bed 

লিরিকস ভিডিওতে এমবেড করা আছে।


মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০১০

কর্মফলের দায় সম্পূর্ণই আপনার


নিজের সাফল্যের কৃতিত্ব ভগবানেশ্বরাল্লাহকে দেবেন না, নিজের অপকর্মের দায় চাপাবেন না শয়তানের ওপরে। কারণ...


পোপরা কেন শিশুকামী


ক্যাথলিক পোপদের শিশুকামপ্রবণতার রহস্যভেদ করা সম্ভব হয়েছে 


পুণ্যলাভের প্রত্যাশায়


অন্ধবিশ্বাস মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, তার সংখ্যাহীন নমুনা আমরা দেখেছি। তবু আরও একটি দেখা যাক। শুকিয়ে যাওয়া একটি পুকুরের কাদার পুণ্য- ও সঞ্জীবনী শক্তি আছে বিশ্বাস করে হিন্দু তীর্থযাত্রীরা সেই কাদায় মাখামাখি করে সেই নোংরা-মাখা হাতে প্রসাদ গ্রহণ করে চালান করে দিচ্ছে মুখে 

ছবিটি ডন পত্রিকা থেকে।


কৃতজ্ঞতা স্বীকার: লিংক পাঠিয়েছেন দিগন্ত সরকার।

নাস্তিক হবার নিজস্ব কাহিনী


নাস্তিক হবার পেছনে প্রত্যেকেরই, বোধ করি, ভিন্ন ভিন্ন কারণ বা ঘটনা থাকে। এই ভিডিওতে কয়েকজন সাধারণ ব্যক্তি বলেছেন তাঁদের নিজস্ব কাহিনী। অতীব চমৎকার ভিডিও। অবশ্য দ্রষ্টব্য।


সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

এসো, ছবি আঁকি; নবীজির



সাউথ পার্ক-এর ঘটনায় মুছলিম সমাজের প্রতিক্রিয়া ও ইছলামী জঙ্গিদের মৃত্যু-হুমকিতে ফল কী হলো? এখন আরও বেশি কার্টুন আঁকা হবে নবীকে নিয়ে, আরও বেশি ব্যঙ্গ সহ্য করতে হবে মুছলিম জাহানকে।

মূল ঘটনা বলার আগে ছোট্ট একটি উপক্রমণিকা। নবীর ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ বলে শুনে আসছি (সত্য-মিথ্যা সম্পর্কে নিশ্চিত নই)। অথচ মধ্যযুগীয় মুসলমান চিত্রশিল্পীরা কিন্তু দিব্যি এঁকেছেন তাঁর ছবি। ইসলামী চিত্র-বিশেষজ্ঞ Wijdan Ali ১৯৯৯ সালে এক পাণ্ডিত্যপূর্ণ পর্যালোচনায় (পিডিএফ এখানে) উল্লেখ করেছেন, সম্ভবত ষষ্ঠদশ বা সপ্তদশ শতাব্দীর দিকে নবীর ছবি আঁকা নিষিদ্ধ করা হয়েছে, যদিও বলা হয়ে থাকে, নবীর প্রতিকৃতি অঙ্কনে নিষেধাজ্ঞা ছিলো সব সময়ই।  নবীর ছবির আর্কাইভ দেখে বিচার করুন, কার কথা সত্য।

তো যা বলছিলাম। সাউথ পার্কের ঘটনায় ইছলামী প্রতিক্রিয়ার সূত্র ধরে আমেরিকার কার্টুনিস্ট মলি নরিস ২০ মে তারিখকে Everybody Draw Mohammed Day হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, পলিটিক্যালি কারেক্ট হবার দায় কার্টুনিস্টদের নেই। অন্যান্য কার্টুনিস্টদের তিনি বলেছেন যে-কোনও ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে ছবি এঁকে জমা দিতে । সেগুলো পোস্ট করা হবে Citizens Against Citizens Against Humor প্রোগ্রামের অংশ হিসেবে।


খুবই জোশ যে পাচ্ছি, সে আর বলতে! ধর্মকারীর উপযোগী কত্তো ম্যাটেরিয়াল পাওয়া যাবে! 

এখন নবীজি সংক্রান্ত কয়েকটি কার্টুন প্রকাশ করে আনন্দ করা যাক 




সাউথ পার্ক ইজরাইলি স্টাইল


মজাদার কার্টুন।



কৃতজ্ঞতা স্বীকার: ভিডিওটির সন্ধান দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পাঠক।

জীবনবৃক্ষ


David Attenborough-র উপস্থাপনায় অসাধারণ একটি ভিডিও। আদম-হাওয়া ধাঁচের কু-রূপকথায় বিশ্বাসধারীদের হজমের জন্য অনুপযুক্ত। কেন? কারণটি এখানে উল্লেখিত



কৃতজ্ঞতা স্বীকার: ভিডিওটির সন্ধান দিয়েছেন "খারাপ মানুষ"।

সব ধর্মই হাস্যোদ্রেককারী


এক ধর্ম হাসাহাসি করে অন্য ধর্ম নিয়ে। আর ধর্মকারী হাসাহাসি করে সব ধর্ম নিয়ে।


কৃতজ্ঞতা স্বীকার: কার্টুনটি পাঠিয়েছেন ইফতেখার ইনান।

নির্ধর্মীয় সঙ্গীত: সে চার্চে যায়


অডিওর মান একেবারেই আশানুরূপ নয় বটে, তবে কাহিনী খুবই পরিচিত, ঠিক না?


সচিত্র হা-হা-হাদিস – ১১


গণ্ডমূর্খদের দ্বারা পরিবেষ্টিত থেকে "আবাল-টাইপ" কোনও কথা একটু "ভাব নিয়ে" বলে "পাট নেয়া" খুবই সহজ। ঠিক সে-কাজই বহুবার করেছেন ভেড়ার দলে বাছুর প্রামাণিক - ইসলামের অশিক্ষিত নবী। তাঁর মতে, পানি পান করবার সময় তাতে মাছি পড়লেও ক্ষতি কিছু নেই। কারণ, মাছির এক পাখায় অসুখ থাকলেও আরেক পাখায় থাকে অসুখটির প্রতিকার  


প্রাসঙ্গিক হাদিস:

Bukhari vol. IV. No. 537
Narrated Abu Haraira:  The Prophet said, “If a house fly falls into the drink of anyone of you, he should dip it (into the drink) because one of its wings has a disease and the other wing has the cure (for that disease).

Bukhari vol. VII, no. 673
Narrated Abu Huraira: Allah’s Apostle said, “If a fly falls in the vessel of any of you, let him dip all of it into the vessel and then throw it away, for in one of its wings there is a disease and in the other wing there is healing.”

দ্য জিনিয়াস অভ ডারউইন


রিচার্ড ডকিন্সের তৈরি তিন পর্বের ডকুমেন্টারি।

ইউটিউবে দেখতে চাইলে এখান থেকে শুরু করে লেজুড় ধরে দেখতে থাকুন।

Life and Everything

The Fifth Ape

God Strikes Back

শনিবার, ২৪ এপ্রিল, ২০১০

ইসলামী "শান্তি" স্থাপনে হত্যার ভূমিকা


এই পোস্টটি লিখেছেন আরিফুর রহমান।

ইছলামে 'বলা' আছে খুন করা যায়েজ, যদি মুহাম্মদকে নিয়ে কিছু খারাফ বলা হয়।



যেমন থিউ ভ্যান গঘ কে করা হয়েছিলো। ইদানীং মোছলেম রা আর ভয় টয় তেমন পাচ্ছে না, অথবা তাদের ছ্যাত ভ্যাত কমে গিয়েছে, গনপিটুনিতে ধরা পড়া চোর যেভাবে আবোল তাবোল বকতে থাকে, তেমনি মোস্লেমরা ইদানীং মুহম্মদের 'মুউ' শুনলেই ঈমাণী দন্ড দিয়ে গরল ছ্যার ছ্যার করে ছাড়তে ছাড়তে কোতল কোতল বলে চেল্লাচ্ছে

সাউথ পার্কের মতো চৌদ্দ বছর ধরে চল আসা নির্মল বিনোদনের কার্টুন নিয়েও মোছলেমগিলির চুল্কানি শুরু হয়েছে। ছাউত পার্কের সাম্প্রতিক পর্বে সকল 'বেস্ট ফ্রেন্ডলি' মানে, যিশু, বুদ্ধ, কৃষ্ঞ, মুহাম্মদ কে নিয়ে মজাদার একটা ঘোট পাকানো হয়েছিলো। কিন্তু ছিটগ্রস্থ অতি-মুছলমানের তা সইবে কেন!! এক ওয়েব সাইটে প্রছন্ন হুমকি দেয়া হয়েছে এই কার্টুনের নির্মাতার ছবি, ঠিকানা সব সহ। বলা হচ্ছে, এদের দশা থিউ ভ্যান গঘের মতো হলেও হতে পারে। অবশ্য ছাই দিয়ে ধরার পরে কুঁ কুঁ করে বলছে সে নাকি হুমকি দেয়নি! 

এই পুরো ব্যপারটা একটা বিনোদন হতে পারতো, তবে তাতে কালি ঢেলে দিয়েছে ভীতুর ডিম 'কমেডি সেন্ট্রাল' নামের মালিকপক্ষ। তারা কার্টুনটা প্রচারের আগে কিছু কালো পোঁচ মেরে মুহম্মদকে ঢেকে দিয়েছে। মানে সেন্সর করেছে। মুসলিম নামের পাগলেরর হুমকিতে পিছু হটা খুবই লজ্জাষ্কর! 

শেষ খবর, বিরক্ত সেকুলারদের হাতে ওই উগ্র মুসলিম সাইটের মৃত্যু ঘটেছে। সেটা দর্শকদের এখানে নিয়ে যাচ্ছে 


ধর্মপচারকের পক্ষ থেকে:

আরিফুর রহমানের চমৎকার কটাক্ষময় লেখার শেষে প্রাসঙ্গিক কয়েকটি ভিডিও জুড়ে দিই।

সিএনএন-এর বিশদ রিপোর্ট:


এ বিষয়ে থিয়ো ভ্যান গগের সাবমিশন ছবির (এই ছবি তৈরি করে তাকে প্রাণ দিতে হয়েছে শান্তিপ্রিয় ইছলামীদের হাতে)  চিত্রনাট্য রচয়িতা Ayaan Hirsi Ali-র সিএসএন-কে দেয়া সাক্ষৎকার:


নবীরে ন্যাংটা কইরা ছাড়সে


Skåne নামে সুইডেনের ইসলামবিরোধী রাজনৈতিক দল Malmö শহরের কুড়িটি স্থানে নিচের ছবিসহ একটি পোস্টার টাঙিয়েছে।


কার্টুনে লেখা: স্ত্রীর সঙ্গে মুহম্মদ। তাঁর বয়স ৫৩, মেয়েটির - ৯।

নিচে পোস্টারের ছবি।


সূত্র: ফরাসী ব্লগ Bivouac-ID

প্রমাণহীন বিশ্বাস মানেই অপবিশ্বাস


কিংবদন্তীতুল্য সংশয়বাদী জেমস র‌্যান্ডি ২০০৭ সালে একটি চ্যালেঞ্জ জানিয়েছিলেন এক মিলিয়ন ডলার মূল্যের। অর্থাৎ এক মিলিয়ন ডলার পাবে সেই ব্যক্তি, who can demonstrate evidence of any paranormal, supernatural or occult power or event, under test conditions agreed to by both parties. 

আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণের সাহস করেনি কেউ। করবে কী করে! জারিজুরি সব ফাঁস হয়ে যাবে না! কারণ সবই তো ভুয়া! মানুষের বিশ্বাসপ্রবণতা নামের দুর্বলতা কাজে লাগিয়ে প্রবঞ্চনা করে চলেছে তারা! ভিত্তিহীন বিশ্বাস সবসময়ই ক্ষতিকর।

জেমস র‌্যান্ডির চ্যালেঞ্জ-জানোনো সেই ভাষণটি দেখুন।

লক্ষ্য করুন, ভিডিওটি সাইটাইটেলসহ দেখার ব্যবস্থা আছে।


ডাউনলোড লিংক (৫৯.৫ মেগাবাইট)

একটি আনন্দ পোস্ট


স্বামী নিত্যানন্দ ও তাঁর সেক্স স্ক্যান্ডাল সম্পর্কে অবহিত না থাকলে এই পোস্টটি পড়ার আগে উইকিভ্রমণ করে নিয়ে ইউটিউবে nithyananda লিখে সার্চ করে দু'একটা ভিডিও দেখে নিতে পারেন।

এবারে মূল পোস্ট:

আপনি যখন একজন মেয়ের সঙ্গে,


সেটি আনন্দ

আপনি যখন দু'টি মেয়ের সঙ্গে,


সেটি মহানন্দ

আপনি যখন তিনটি মেয়ের সঙ্গে,


সেটি পরমানন্দ

আর আপনি যখন অজস্র মেয়ের সঙ্গে, তার মানে আপনি নিশ্চয়ই


স্বামী নিত্যানন্দ

এবারে প্রাসঙ্গিক একটি কার্টুন:


কৃতজ্ঞতা স্বীকার: এই পোস্টের ম্যাটেরিয়াল সরবরাহ করেছেন জয়ব্রত ভট্টাচার্য।

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০১০

কেষ্ট ব্যাটাই চোর


ধর্মাতুল কৌতুকিন-এর প্রথম পর্বে একটা কৌতুক ছিলো:

– ইলেকট্রিক বাল্ব বদলাতে ক'জন মুসলমান প্রয়োজন?
– একজনও না। তারা অন্ধকারেই থাকবে, তবে এর জন্যে তারা দোষারোপ করবে ইহুদিদের।

অধিকাংশ মুসলমানের (জন্মসূত্রে মুসলমান অর্থে নয়, ইসলামে বিশ্বাসী যারা) মনের ভেতরে সহজাত ইহুদিবিদ্বেষ আছে। তাদেরই বা দোষ কী! কোরান-হাদিসই তো এই বিদ্বেষ ছড়ানোয় প্রধান ভূমিকা রাখে।

রাজনৈতিক সাংবাদিকতার জন্যে জর্জ অরওয়েল পুরস্কারপ্রাপ্ত প্রথিতযশা ব্রিটিশ সাংবাদিক David Aaronovitch মুসলমানদের এই অন্ধ ইহুদিবিদ্বেষ প্রসঙ্গে একটি ডকুমেন্টারি তৈরি করেন, যেটি প্রচারিত হয় ব্রিটিশ "চ্যানেল ফোর"-এ। প্রায় চল্লিশ মিনিটের ভিডিওর প্রথম পর্ব:



দ্বিতীয়, তৃতীয়চতুর্থ পর্ব দেখুন লিংকগুলোয় ক্লিক করে।

যিশুর ওইটা কী? - ২


নিবেদিতপ্রাণ খ্রিষ্টান হবার ভান করে বড়ো অভিনবভাবে খ্রিষ্টধর্মকে কটাক্ষ করার এই ধরনটি আমার খুব পছন্দের। কমেডিয়ান এডওয়ার্ড কারেন্ট এবার আলোচনা করছেন যিশুর উত্থিত পুরুষাঙ্গ বিষয়ে 


"নৈতিকতার স্বত্বাধিকারী" ইডিয়টেরা


ধর্ম ছাড়া নৈতিকতা সম্ভব নয় বলে দাবি করে বিশ্বাসীরা। যার অর্থ দাঁড়ায় এই যে, অবিশ্বাসীদের নৈতিকতা বলে কিছু নেই। এই নিবোর্ধ, ইডিয়টিক দাবির দাঁতভাঙা জবাব দিয়েছেন রিচার্ড ডকিন্স।


বাইবেল-কোরান-গীতার অবদান


আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সঙ্গীতদল Corporate Avenger। তাদের এই গানটি শুনলে উদ্দীপ্ত হই খুব।

গানটির অসাধারণ লিরিকস (নিচে দেখুন) অনুসরণ করার অনুরোধ থাকলো।

অডিও
এই লিংকে গিয়ে বাম পাশের প্লেয়ারে গান শুনুন। লিরিকস ডান পাশে।

ভিডিও


লিরিকস:

In the history of the human race
Of all the inspirations for the separation of man from his true tribal culture
Of all the inspirations for the acts of violence from one man onto another
From one nation onto another, from one oppressor onto the oppressed
There is no more guilty party and inspiration than those books known
As the Holy Bible, the Koran, and the Bagavad Gita to spread separation of mankind

The Bible is bullshit, the Koran is a lie
The Bagavad Gita did not fall from the sky
These are the books that were written by men
They've caused wars, now follow if you can

They took away our love and gave us fear
Tried to make us hate the one who put us here
Then they took our sacred songs and made them wrong
Then they took away our prayers and gave us theirs

The Bible is bullshit, the Koran is a lie
The Bagavad Gita did not fall from the sky
These are the books that are written by men
They've caused wars, now follow if you can

First they created sin so they could win
Then they built the cages they could put us in
Then they took away our tribes and gave us jail
Then they took away the Earth and gave us hell

The Bible is bullshit, the Koran is a lie
The Bagavad Gita did not fall from the sky
These are the books that are written by men
They've caused wars, now follow if you can

It's time for you to love one another
It's time for you to recognize your brother
It's time for us to stop killing our mother
It's time for us to care for each other

The Bible is bullshit 

খ্যাপা কমেডিয়ান


স্কটিশ কমেডিয়ান, মিউজিশিয়ান, উপস্থাপক ও অভিনেতা Billy Connolly। যাবতীয় ধর্মের ওপরে বেজায় খাপ্পা।


টাইটানিক ডোবালো যিশুকে


স্যাটায়ারধর্মী জার্মান পত্রিকা টাইটানিক, যাদের স্লোগান: The ultimate blasphemy magazine. Required reading for blasphemers, তাদের সাম্প্রতিকতম সংখ্যার প্রচ্ছদে ছাপিয়েছে নিচের ছবিটি।


যথারীতি হইচই পড়ে গেছে খ্রিষ্টানদের মধ্যে। তারা ছবিটিকে অশ্লীল বলে গণ্য করছে। অথচ ছবিতে অশ্লীলতার লেশও  নেই বলে দাবি করেছেন পত্রিকার সম্পাদক। তাঁর মতে, ছবিটিতে দেখা যাচ্ছে, এক ধর্মযাজক যিশুখ্রিষ্টের আকৃতি সম্বলিত  ক্রুশের মডেল পরিষ্কার করছে। এছাড়া এমনও তো ভাবা যেতে পারে যে, এক ধর্মযাজক যিশুর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে। কিন্তু ছবিটি দেখামাত্র ক্যাথলিকদের মাথায় সেক্স বিষয়ক চিন্তা মাথায় এসেছে বলে ভীষণ বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

ছবিটি ডাউনলোড করে ওয়ালপেপার হিসেবে ব্যবহারের সুযোগ দিচ্ছে টাইটানিক। এছাড়া "Does Jesus still have a role?" লেখা ছ'টি ইলেকট্রনিক পোস্টকার্ডও ছেড়েছে তারা। দু'টি নমুনা দেখুন:



সবগুলো এখানে

আরেকটি সিরিয়াস পত্রিকা "শ্পিগেল" (Der Spiegel) ছেপেছে অপেক্ষাকৃত নমনীয় প্রচ্ছদ, যাতে লেখা: "The Hypocrites: the Catholic Church and Sex"।


ইসলামী ইতরামি: ধর্মের কাছে জীবন মূল্যহীন


১.
কোনও ধর্মের প্রতিই আমার বিন্দুমাত্র পক্ষপাতিত্ব নেই। ধর্মান্তরিত কোনও ব্যক্তির প্রতি নেই কোনও সহানুভূতিও। কিন্তু ধর্ম বদলের কারণে কাউকে পূর্ববর্তী ধর্মের অনুসারীদের কাছ থেকে হুমকির সম্মুখীন হতে হয় কেন? ক্ষেত্রবিশেষে কেন প্রাণও দিতে হয় অনেককে? এবং কেন এই উগ্রতা শুধু ইসলাম ধর্মে? শেষের প্রশ্নটি আসলে আমার নির্বুদ্ধতার প্রতিফলন। কারণ খোদ কোরানেই তো ইসলামত্যাগীকে হত্যার বিধান দেয়া আছে। 

আর তাই মুসলমান ঘরে জন্ম নেয়া পনেরো বছর বয়সী এক মিশরীয় বালিকা ও তার পিতাকে খ্রিষ্টান হবার কারণে কী দুঃসহ সময়ই না কাটাতে হচ্ছে! তাঁরা মিশর ত্যাগের অনুমতি চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপতির কাছে।

২.
আরও একটি অনার কিলিং। যে-শিশুর বয়স ছিলো দু'দিন, তাকে পরিবারের সম্মান রক্ষার্থে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছে তার নানী। শিশুটির "অপরাধ", তার মা ছিলো অবিবাহিতা।

পোপ অপেরা: মহাসমারোহে চলিতেছে


ক্যাথলিক মহারথীগো মাথামুথা খারাপ হয়া গেসে!

নিজেদের অপরাধ ঢাকতে নিত্যনতুন উদ্ভট কৈফিয়ত বের করে তারা আরও হাস্যস্পদই হয়ে উঠছে শুধু। শিশু-যৌনপীড়নের অভিযোগ খণ্ডন করতে গিয়ে এখনও পর্যন্ত তারা ""এখানে শয়তানের হাত আছে", "তুচ্ছ গুজব", "শিশু-যৌননিপীড়ন নয়, সমকামিতা", "ইহুদিদের ষড়যন্ত্র"  ইত্যাকার অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেছে। এখন শুনুন আরও দু'খানা নবতম ব্যাখা।

মেক্সিকোর বিশিষ্ট ক্যাথলিক পুরোহিত বলেছেন, টিভির eroticism এবং ইন্টারনেটে পর্নোর সহজলভ্যতার কারণেই শিশুরা ক্যাথলিক যাজকদের যৌনলাঞ্ছনার শিকার হয়েছে। হাসুম? না কান্দুম? আরে ব্যাটা গর্দভ, তা-ই যদি হবে, তাইলে টিভি-ইন্টারনেট যুগের আগে একই ঘটনা ঘটসে ক্যামনে?

এদিকে স্পেনের ক্যাথলিক চার্চ বিশপের বক্তব্য হাস্যকর নয়, ক্রোধোৎপাদক। তিনি দায়ী করেছেন শিশুদেরকেই! ওরাই নাকি ধর্মযাজকদের প্রলুব্ধ করে! এ বিষয়ে কোনও মন্তব্য করারও রুচি হচ্ছে না।

মোদ্দা কথা, দোষ বা অপরাধ ধর্মযাজকেরা করতেই পারে না!

এবার দেখা যাক, চার্চের শিশুকাম-ঐতিহ্যের অবসান ঘটাতে করতে কী করা যেতে পারে। অভিনব আইডিয়ার অতীব মজাদার ভিডিও। হাসি পাবেই পাবে, নিশ্চয়তা দেয়া থাকলো।


ইসলামী বিজ্ঞানের দৃষ্টিতে ভূমিকম্পের কারণ


সাধেই কি আর বলে...


ইরানে ভূমিকম্পের ঘটনা খুব বিরল নয়। এর কারণ বিশ্লেষণ করেছেন এক ইসলামবিদ: ইরানের মেয়েরা যথাযথভাবে পোশাক পরে না বলে বিবাহবন্ধনবহির্ভূত যৌনসম্পর্ক স্থাপনে উৎসাহী হয় পুরুষেরা এবং ফলশ্রুতিতে ইরানে ভূমিকম্প হয় 

বিশ্বাস হচ্ছে না? এখানে, এখানে, এখানে অথবা এখানে দেখুন।

কৃতজ্ঞতা স্বীকার: একটি লিংক সরবরাহ করেছেন ধর্মকারীতে "দৈনিক পাঁচ ওয়াক্ত ঢুঁ দেয়া" পাঠক ইফতেখার ইনান। 

মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০১০

প্যাট্রিক কন্ডেল: আমাদের লোক – ১২


যুক্তি, উপযুক্ততম শব্দচয়ন এবং উপস্থাপনার অভূতপূর্ব সমন্বয় ঘটাতে পারেন প্যাট্রিক কন্ডেল। আর সে-কারণেই এই লোকটির প্রতি আমার মুগ্ধতা ক্রমবর্ধমান।

ইসলাম নিয়ে প্রশ্ন তুললে বিশ্বাসীরা যদি বলে, "আপনি ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানেন না", তখন তাকে বলা উচিত, ইসলাম সম্পর্কে আমরা কী কী জানি। প্যাট কন্ডেলের মুখেই শোনা যাক।

লক্ষ্য করুন, ভিডিওটি সাবটাইটেলসহ দেখার ব্যবস্থা আছে।


ডাউনলোড লিংক (২৪.৬ মেগাবাইট)

নিম্নগতির নেট-ভুক্তভোগীদের জন্য ভিডিও থেকে কিছু উদ্ধৃতি:

I know a lot more (about Islam) than I want to know...
...
I know, for example, that Islam allows a man to beat his wife, and all over the intenet I can find videos of Islamic "scholars" explaining exactly how to do this (স্ত্রী-প্রহারের ইসলামী তরিকাগুচ্ছ)
...
These are the same "scholars" whose reading of Islam has turned the country of Saudia Arabia into the kind of place where a person can be executed for witchcraft, or where a father is allowed to sell his pre-pubescent daughter to a child rapist and still call himself a man.
...
I know that Islam encourages violence against apostates, against jews and against homosexuals, and I know that anyone who dares to criticise it for this naked barbarism will be physically threatened and put in fear of their life.
...
... in the Islamic world rape is a crime by women punishable by - guess who - men. 
...
And I know that for these reasons no other religion makes me feel quite ashamed to be a human being as Islam does.
...
Arab world has become such a cultural backwater and the number of books translated into Arabic each year could probably fit into a briefcase, and still leave room for a thermos and sandwiches.

ইসলামী ইতরামি: দিকে দিকে


১. 
সৌদি আরব বা ইরান ধাঁচের ইসলামী দেশগুলো তাদের রাস্তায় পশ্চিমা মেয়েদের মিনি স্কার্ট পরে ঘুরতে দেবে? তা দেবে না। আচ্ছা, না দিক, ভালো কথা। তাহলে মুসলমান মেয়েরা পশ্চিমা দেশগুলোতে গিয়ে বোরখা বা হিজাব পরার অধিকারের জন্যে আন্দোলন করে কোন মুখে?  মন্ট্রিল সিটি হলের সামনে আনুমানিক ষাটজন বোরখা পরিহিতা মুসলিম মহিলা একত্র হয়ে বোরখা নিষিদ্ধকারী খসড়া আইনের প্রতিবাদ জানিয়েছে।

২.
একই দিনে পৃথিবীর অন্য এক প্রান্তে, পাকিস্তানে, বোরখা পরিহিত দুই আত্মঘাতী বোমারুর আক্রমণে মারা গেছে একচল্লিশ জন এবং আহত হয়েছে বাষট্টি জন।

৩. 
স্কুলে ঘণ্টা বাজানো নিষিদ্ধ করেছে ইসলামবাদীরা। কারণ, স্কুলের বেলের সঙ্গে চার্চের বেলের মিল আছে বলে! সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে পঞ্চান্ন মাইল উত্তরের এক শহরের ঘটনা।

নাস্তিক পিতা-মাতার জন্যে: ঘুমপাড়ানি গান



একই গানের আরেকটি ভার্শন। কিছুটা পরিবর্ধিত। এটিও চমৎকার।


ডাউনলোড তরিকা

লিরিকস:

Go to sleep, there is no God,
Life is complex, sometimes odd,
But your daddy always loves you,
No sky monster lords above you.
Sleep my darling, in dreams we fly
When you wake, a new adventure -
Between us there'll be no lies.

Go to sleep, there is no hell
Heaven's just a tale they tell
Though you'll often go astray, no
Doom awaits, no judgment day, so
Sleep my darling, in dreams we fly
When you wake, a new adventure
Between us there'll be no lies

Go to sleep, your life is enough
Though uncertain, sometimes rough
Let your mommy's love enfold you
You can trust what we have told you
Sleep my darling, .... 

সোমবার, ১৯ এপ্রিল, ২০১০

এ কী শুনি!


যে-দেশের শতকরা একষট্টিভাগ মানুষ বাইবেলের প্রতিটি কথা আক্ষরিকভাবে সত্য বলে বিশ্বাস করে, যারা নিশ্চিত, মানুষের উৎপত্তি হয়েছে আদম-হাওয়ার মাধ্যমে - বিবর্তন-টিবর্তন ফালতু কথা, সেই আমেরিকার প্রথিতযশা ইভ্যানজেলিস্ট, রক্ষণশীল হিসেবে বহুল পরিচিত বাইবেল-বিশেষজ্ঞ Bruce Waltke বিবর্তনবাদের সপক্ষে বক্তব্য দিয়ে খ্রিষ্টানদের তুমুল সমালোচনার মুখোমুখি হয়েছেন। তিনি বলেছেন:

If the data is overwhelmingly in favor of evolution, to deny that reality will make us a cult - some odd group that is not really interacting with the world...


ক্যাথলিক চার্চের শিশুকাম-ঐতিহ্য


ক্যাথলিক চার্চের সেক্স স্ক্যান্ডাল কিন্তু খুব সাম্প্রতিক কোনও ঘটনা নয়। বিশেষত শিশুকামের ঐতিহ্য তাদের দু'হাজার বছরের।  অত্যন্ত চমৎকারভাবে নির্মিত ভিডিও দেখুন।


নির্ধর্মীয় সঙ্গীত: প্রিস্ট


ক্যাথলিক ধর্মযাজকদের নিয়ে গাওয়া চরম ব্যঙ্গাত্মক একখানা গান। ভিডিওটি লাইভ পারফরমেন্সের এবং বিশেষ আকর্ষণীয়। সুযোগ থাকলে ভিডিও দেখাটাই শ্রেয় হবে।

অডিও

লিরিকস

ভিডিও

পশ্চিম বাংলার মন্দিরে নরবলি?


বীরভূমের এক কালীমন্দিরের পাশে এক শরীর-বিচ্ছিন্ন মাথা ও শরীরের বাকি অংশ খুঁজে পাওয়া গেছে বলে জানা যাচ্ছে বিবিসি-র খবরে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিকে বলি দেয়া হয়েছে।

হিন্দুধর্মের এককালীন জঘন্য ঐতিহ্য নরবলি ভারতে এখন নিষিদ্ধ হলেও প্রত্যন্ত গ্রাম এবং অনুন্নত অঞ্চলগুলোয় অশিক্ষিত লোকদের মধ্যে কালেভদ্রে এখনও এর বিচ্ছিন্ন চর্চা চলে।

স্থানীয় সরকারী কর্মকর্তা কল্যাণ মুখোপাধ্যায় বলেছেন, "দেবতাদের প্রসাদ হিসেবে এই লোকটিকে বলি দেয়া হয়েছে।"

কৃতজ্ঞতা স্বীকার: খবরের লিংক পাঠিয়েছেন ধর্মকারীর পাঠক দিগন্ত সরকার।

যিশুর ওইটা কী?


নিচের ছবিটি দেখুন।


ভাবছেন, ফটোশপের কেরামতি? মোটেও তা নয়। যিশুর আকৃতি সম্বলিত দশ ফুট লম্বা ক্রুশের এই মডেলটি আছে আমেরিকার ওকলাহোমার এক ক্যাথলিক চার্চে এবং তা বিতর্কের জন্ম দিয়েছে ইতোমধ্যেই। কুমারী মাতার কুমার পুত্রের অব্যবহৃত স-অণ্ডকোষ যৌনাঙ্গ তাতে প্রকটভাবে দৃশ্যমান দাবি করেছে কিছু খ্রিষ্টান। বস্তুত শিল্পী আঁকতে চেয়েছিল যিশুর পেশীসমৃদ্ধ সমতল পেট।   

চাইলে ভিডিও-সংবাদ দেখুন।

আমার বোরখা-ফেটিশ – ১০


এই সিরিজে ছবি আর কার্টুনই দিয়েছি শুধু। আজ গানা-বাজানা হোক।
Burka Blue নামের গানটি দেখে ব্যাপক আমোদিত হলাম 


কথাটা কি ভুল?


অতীব জনপ্রিয় টিভি-সিরিজ House থেকে একটি উদ্ধৃতি:


পোপ অপেরার পরবর্তী পর্ব


ক্যাথলিক চার্চের একেবারে লেজে-গোবরে অবস্থা। একের পর এক শিশু-যৌনপীড়নের অভিযোগ সামলাতে গিয়ে "ভিক্ষা চাই না, মা, কুত্তা সামলাও" অবস্থা তাদের। তো "এখানে শয়তানের হাত আছে", তো ওসব "তুচ্ছ গুজব", তো ওসব "শিশু-যৌননিপীড়ন নয়, সমকামিতা", তো "ইহুদিদের ষড়যন্ত্র"...। এবারে শুনুন পোপের ডানহাতের সাম্প্রতিকতম "কৈফিয়ত": 


শুক্রবার, ১৬ এপ্রিল, ২০১০

নির্ধর্মীয় সঙ্গীত: কেকের মতো সুস্বাদু


মাথায় ঢুকে বসে আছে আমেরিকান গ্রুপ Cake-এর Comfort Eagle নামের এই গানখানা। বেরোতে চাইছে না কিছুতেই। ।

শুরুতেই অডিও ভার্শন।


ভিডিও ও লিরিকস স্ক্রলার।




গানটির লাইভ পারফরমেন্সও মন কেড়েছে আমার।

উপরতলায় ফিটফাট...


বিচারকের নির্দেশে আদালতকক্ষে মাথায় জড়ানো ইসলামী স্কার্ফ খুলতে বাধ্য হওয়ায় অপমানিত বোধ করে বিচারকের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন যে-মুসলিম রমণী, তিনি সম্প্রতি পুলিশের কাছে রিপোর্ট করেছেন যে, তাঁর বাসায় সংঘটিত চুরির সময় অন্যান্য জিনিসপত্রের সাথে তাঁর ছয়টি মোবাইল ফোনও চুরি গেছে, যেগুলোয় তাঁর নগ্ন ছবি আছে 




হারিয়ে যাওয়া ছবিগুলো এই ধরনের, নাকি এর চেয়ে বেশি খোলামেলা, তা অবশ্য জানা যায়নি।