১.
বিবিসি জানাচ্ছে, ইরানের মেয়েরা যথাযথভাবে পোশাক পরে না বলে বিবাহবন্ধনবহির্ভূত যৌনসম্পর্ক স্থাপনে উৎসাহী হয় পুরুষেরা এবং ফলশ্রুতিতে ইরানে ভূমিকম্প হয় - এক ইসলামবিদের এই বিশ্লেষণে সমর্থন জানিয়েছেন ইরানের ফ্রাইডে প্রেয়ার লিডার । অবশ্য এই সংবাদটি ইসলামী ইতরামী ক্যাটাগরির ঠিক উপযুক্ত নয়। ইসলামী গাধামি ধরনের আরেকটি ক্যাটাগরি খোলার কথা ভাবতে হবে
২.
আরেক ইসলামী জ্ঞানতাপস ঘোষণা করলেন, সাম্প্রতিককালে আইসল্যান্ডে ভয়াবহ অগ্ন্যুৎপাত আসলে কাফের ও বহুঈশ্বরে বিশ্বাসীদের জন্য আল্লাহর শাস্তি।
৩.
পুরুষ ও নারী একসঙ্গে নামাজ পড়তে পারবে - এই কথা বলায় এক আরবীয় শেখের বিরুদ্ধে হত্যার ফতোয়া দেয়া হয়েছে।
৪.
ইরানে রোদে-পোড়া (suntanned) ত্বকের কারণে যে-কোনও মেয়েকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার হবে "চলমান ম্যানিকিন"-এর মতো মেয়েরাও। ইসলামী ড্রেস-কোড লঙ্ঘনের অভিযোগে। খবর ডেইলি টেলিগ্রাফের।
৫.
ইয়েমেনে শিশুবিবাহ আইনগতভাবে নিষিদ্ধ করার উদ্যোগকে স্রেফ পশ্চিমা অ্যাজেন্ডা বলে এক ইসলামী নেতা।
৬.
হুমায়ুন আজাদ কি সাধেই বলেছিলেন: "সতীচ্ছদ আরব পুরুষদের জাতীয় পতাকা"!
৮.
খ্রিষ্টানরা একটি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করছে, এই গুজব শোনার পর হাজার হাজার ইন্দোনেশীয় ঈমানদার মুসলমান খ্রিষ্টান শিক্ষা কেন্দ্র আক্রমণ করে।
৯.
পনেরো বছরের হিন্দু বালিকাকে অপহরণ করে বলপূর্বক মুসলমান বানিয়ে নিজেদের বেহেশত নসীব করে ফেলেছে একদল পাকিস্তানি মুসলমান।
১০.
"এরা যতো বেশি পড়ে, ততো বেশি জানে, ততো কম মানে"। মুসলমানেরা অন্ধকারেই থাকতে চায়। পাকিস্তানে জেহাদীরা তিনটি স্কুল উড়িয়ে দিয়েছে।
১১.
এক মুসলমানের দাড়ি কাটার অভিযোগে এক খ্রিষ্টান নাপিতকে পিটিয়ে হাড় গুঁড়ো করে দিয়েছে পাকিস্তানের আট মুসলমান। না, নাপিতটি বলপূর্বক করেননি কাজটি। তিনি কেবল তাঁর পেশাদারী দায়িত্ব পালন করেছেন, যদিও শুরুতে দাড়ি কাটায় অসম্মতি জানিয়েছিলেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন