শনিবার, ১৭ এপ্রিল, ২০১০

পশ্চিম বাংলার মন্দিরে নরবলি?


বীরভূমের এক কালীমন্দিরের পাশে এক শরীর-বিচ্ছিন্ন মাথা ও শরীরের বাকি অংশ খুঁজে পাওয়া গেছে বলে জানা যাচ্ছে বিবিসি-র খবরে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিকে বলি দেয়া হয়েছে।

হিন্দুধর্মের এককালীন জঘন্য ঐতিহ্য নরবলি ভারতে এখন নিষিদ্ধ হলেও প্রত্যন্ত গ্রাম এবং অনুন্নত অঞ্চলগুলোয় অশিক্ষিত লোকদের মধ্যে কালেভদ্রে এখনও এর বিচ্ছিন্ন চর্চা চলে।

স্থানীয় সরকারী কর্মকর্তা কল্যাণ মুখোপাধ্যায় বলেছেন, "দেবতাদের প্রসাদ হিসেবে এই লোকটিকে বলি দেয়া হয়েছে।"

কৃতজ্ঞতা স্বীকার: খবরের লিংক পাঠিয়েছেন ধর্মকারীর পাঠক দিগন্ত সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন