লক্ষ্য করে থাকবেন, ধর্ম প্রসঙ্গে কথা বলার সময় বিশ্বাসীরা বিশেষ কিছু শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করে থাকে, যেসব অধিকাংশ ক্ষেত্রেই সুনির্দিষ্ট বক্তব্যসম্বলিত নয়, বা প্রায়শই অর্থহীন, নয়তো হাস্যউদ্রেককারী।
খ্রিষ্টানরা যে-ধরনের ভাষা ব্যবহার করে থাকে, তার প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যাকারী মেইড ইজি ভিডিও-সিরিজ চালু করেছে "দ্য থিংকিং এথিস্ট"। এখনও পর্যন্ত এসেছে ছোট-ছোট চারটি পর্ব।
অতীব দর্শনীয়, সরস ও কটাক্ষময় ভিডিওগুলো দেখার সময় মনে হচ্ছিলো, বেশ কয়েকটি "কমন পড়ছে" ইছলামীদের পরিভাষার সঙ্গে। তারপরেও ভাবি, ইছলামীদের ব্যবহৃত বচন এভাবে ব্যবচ্ছেদ করতো যদি কেউ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন