আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১০ এপ্রিল, ২০১০

পোপ অপেরা


১.
ক্যাথলিক ধর্মযাজকদের শিশুকামিতা সহনযোগ্য পর্যায়ে নামিয়ে আনার প্রতিজ্ঞা করেছেন পোপ। ইস্টার সানডে উপলক্ষে দেয়া বক্তৃতায় তিনি বলেন, শিশুকামিতার মাত্রা আগামী পাঁচ বছরের মধ্যে শতকরা ষাট ভাগ কমিয়ে আনতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। ধর্মযাজকদের জন্য এখন থেকে প্রতি দু'মাসে একজন করে শিশু বরাদ্দ। 


তোরা আমার বুখে আয়...

ধর্মযাজকদের শিশুকামিতার বর্তমান মাত্রা চার্চের নীতিমালায় অনুমোদিত মাত্রার চেয়ে দশগুণ বেশি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। 

এদিকে ভ্যাটিকানের মুখপাত্র ফেদেরিকো লোম্বার্দি চার্চে শিশুকামিতা অনিবার্য বলে মন্তব্য করেন। তবে তাঁর মতে, গত কয়েক দশকে বালকেরা আগের চেয়ে অনেক অনেক বেশি আকর্ষণীয় হলেও তা চার্চের শিশুকামিতার মাত্রাবৃদ্ধির পক্ষের যুক্তি হতে পারে না।

চার্চের আরেক মুখপাত্র ভ্যাটিকানের Three Strikes, You’re Out Rule নীতি বিশ্লেষণ করে বলেন, তৃতীয়বার অপরাধের পর অপরাধী ধর্মযাজককে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। তাকে অন্যত্র বদলি করে দেয়া হবে।

বিস্তারিত পড়ুন প্যারেডি-সংবাদের বিখ্যাত সাইট দ্য অনিয়ন-এ।

২.
ওপরের খবরটি প্যারেডি হলেও তা সত্য ঘটনা অনুসরণ করেই রচিত। নিচের ভিডিও দেখুন। এক ধর্মযাজকের বিরুদ্ধে শিশুকামিতার স্পষ্ট অভিযোগের কথা জেনেও ভ্যাটিক্যান কোনও পদক্ষেপ নেয়নি। বোধহয়, আরও দু'বার অপরাধ করার অধিকার তার আছে। ভিডিও-সংবাদ অ্যাসোসিয়েটেড প্রেসের।



৩.
একটি পোপ-পচান্তিস ভিডিও। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন