১.
সৌদি আরব বা ইরান ধাঁচের ইসলামী দেশগুলো তাদের রাস্তায় পশ্চিমা মেয়েদের মিনি স্কার্ট পরে ঘুরতে দেবে? তা দেবে না। আচ্ছা, না দিক, ভালো কথা। তাহলে মুসলমান মেয়েরা পশ্চিমা দেশগুলোতে গিয়ে বোরখা বা হিজাব পরার অধিকারের জন্যে আন্দোলন করে কোন মুখে? মন্ট্রিল সিটি হলের সামনে আনুমানিক ষাটজন বোরখা পরিহিতা মুসলিম মহিলা একত্র হয়ে বোরখা নিষিদ্ধকারী খসড়া আইনের প্রতিবাদ জানিয়েছে।
২.
একই দিনে পৃথিবীর অন্য এক প্রান্তে, পাকিস্তানে, বোরখা পরিহিত দুই আত্মঘাতী বোমারুর আক্রমণে মারা গেছে একচল্লিশ জন এবং আহত হয়েছে বাষট্টি জন।
৩.
স্কুলে ঘণ্টা বাজানো নিষিদ্ধ করেছে ইসলামবাদীরা। কারণ, স্কুলের বেলের সঙ্গে চার্চের বেলের মিল আছে বলে! সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে পঞ্চান্ন মাইল উত্তরের এক শহরের ঘটনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন