মরে গিয়ে আবার বেঁচে ওঠাটাই যিশুর সর্বশেষ ভেলকি নয়! তিনি আবার দেখা দেবেন পৃথিবীর বুকে। সেটিকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড কামিং (বাংলায় কী হবে? "দ্বিতীয় আগমন"? নাকি "দ্বিতীয় আবির্ভাব"?)।
প্যারোডি-সংবাদের জনপ্রিয় সাইট দ্য অনিয়ন জানিয়েছে, যিশু দ্বিতীয় আগমনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। নিয়মিত শরীরচর্চা করছেন, স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছেন। যিশুর সাক্ষাৎকার নিতেও সক্ষম হয়েছে দ্য অনিয়ন।
ওই সাইট থেকে নেয়া দু'টি ছবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন