বাহরাইনের নারীঅধিকার কর্মী Ghada Jamshir এক অকুতোভয় মহিলা। তাঁর জ্বালাময়ী বক্তব্যসম্বলিত ভিডিওসহ একটি পোস্ট দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। আজ সন্ধান পেলাম আরেক স্পষ্টবাদী মহিলা ওয়াফা সুলতানের। জন্মসূত্রে মুসলমান। পেশায় মনোব্যাধি চিকিৎসক। জন্ম সিরিয়ায়। সেখানে কাটিয়েছেন তিন দশক, এর পর ১৯৮৯ থেকে বাস করেন আমেরিকায়। নিচের ভিডিও দু'টিতে তাঁর তীক্ষ্ণ বক্তব্য শুনে মুগ্ধ হলাম খুবই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন