শুক্রবার, ২ এপ্রিল, ২০১০

ইসলামী ইতরামি: বর্ধিষ্ণু ও সীমাহীন


এক.
জিলেট কম্পানি তাদের পণ্য প্রচারের লক্ষ্যে একটি গণ শ্মশ্রুমুণ্ডণ অনুষ্ঠানের আয়োজন করেছিল পাকিস্তানের করাচিতে। একসঙ্গে সবচেয়ে বেশি লোকের শেইভ করার স্থানীয় রেকর্ড সৃষ্টির লক্ষ্যে তাতে অংশ নিয়েছিল ২৬০০ জন। কিন্তু শুরু হবার ঠিক আগে নিষিদ্ধ ঘোষিত জামাত-উত দাওয়াহ আরও কয়েকটি ইসলামী দলের সহযোগিতায় অনুষ্ঠানটি ভণ্ডুল করে দেয়। কারণ দাড়ি কাটার রীতি ইসলামবিরোধী।

দুই.
"ইসলাম আন্তর্জাতিক সীমারেখা মানে না। সুযোগ পেলে আমরা পৃথিবীর যে-কোনও স্থানে আমরা আমাদের অপারেশন চালাবো।" মধুর এ বচন নিঃসৃত হয়েছে নাইজেরিয়ার এক জেহাদী নেতার মুখগহ্বর থেকে।

তিন.
মালয়েশিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডে এই বৃহস্পতিবারে ইসলামী জঙ্গিরা ছয় বৌদ্ধধর্মাবলম্বীকে গুলি করে হত্যা করেছে। গত ছয় বছরে অশান্ত এই অঞ্চলে হতাহতের সংখ্যা ৩৯০০ জন! অর্থাৎ দিনে গড়ে প্রায় দু'জন। খবর রয়টারের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন