১.
ধর্মবিশ্বাস কীভাবে মানুষের সুস্থ চিন্তাশক্তিতে অথর্ব করে দেয়, তার আরও একটি নমুনা দেখুন।
অস্ট্রেলিয়ায় অবস্থানরত এক আফগান শরণার্থী তার স্ত্রীকে গলা টিপে মেরে ফেলেছে। কারণ, তার মতে তার স্ত্রী "বড়ো বেশিরকম অস্ট্রেলিয়ান" বনে গিয়েছিল। চোদ্দ বছরের বিবাহিত জীবনের পুরোটাই সে স্ত্রীকে নানানভাবে অত্যাচার করেছে, কারণ সে জানতো, স্ত্রীর ওপরে তার সর্বময় কর্তৃত্ব রয়েছে - এই শিক্ষা তাকে দিয়েছে ইসলাম। বিচারের সময় আদালত তাকে বলেছে, "আপনার বিশ্বাসই আপনার স্ত্রীর মুত্যুর কারণ হয়েছে... আপনার স্ত্রীর কোনও অধিকার যে থাকতে পারে, তা আপনি মেনে নিতে পারেননি।"
২.
বিবাহবহির্ভূত যৌনসংসর্গের কারণে এক পুরুষ ও এক নারীকে উলঙ্গ করে পুরো গ্রামে ঘোরানোর পরে তাদের হাত-পায়ে শেকল পরিয়ে খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়েছে শরিয়া-আইন-অনুসারী মুসলমান গ্রামবাসীরা। ঘটনা ইন্দোনেশিয়ায়। বিস্তারিত পড়ুন।
৩.
এশিয়া নিউজ জানাচ্ছে, পাকিস্তানী জেহাদী মুসলমানরা হত্যা করেছে আহমেদীয়া মুসলমান সম্প্রদায়ের তিন প্রতিনিধিকে। তাদের চিরন্তন অপরাধ, আহমেদীয়ারা ইসলামের নবীকে সর্বশেষ নবী গণ্য করে না। টিপিক্যাল ইসলামী স্টাইল: হয় আমাদের মতো বিশ্বাস করবি, নইলে কতল। জেহাদীদের আর দোষ কী! নবীর দেখানো পথ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন