আরবি লেখা যে-কোনও কাগজ বা কাগজের টুকরো পড়ে থাকতে দেখলে তা পরম শ্রদ্ধায় তুলে নিয়ে চুমু খেয়ে সম্মানজনক স্থানে সরিয়ে রাখার রীতি আমাদের দেশে খুবই প্রচলিত। বাংলা বা অন্য কোনও ভাষা কিন্তু অনুরূপ সম্মান পায় না। বোধ করি, আরবিতে লেখা কিছু দেখলেই (হোক তা কোনও অপাঠ্য রচনা বা পর্নো) ধর্মবিশ্বাসী মুসলমানদের মনে ভক্তিরস উপচে পড়তে শুরু করে। অবস্থাদৃষ্টে মনে হয়, টয়লেট পেপারের ব্যাপক প্রচলন দেশে থাকলে এবং তাতে বাংলা বা অন্য ভাষা মুদ্রিত দেখলে ওই কাগজ দিয়ে "নাপাক" কাজ করতে দ্বিধা করতো না কেউ। কিন্তু তাতে আরবি লেখা থাকলে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন