মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০১০

কুইন: রকের রাজা


রক গ্রুপ হিসেবে "কুইন" আমার খুবই পছন্দের। ফ্রেডি মার্কারির দুর্ধর্ষ কণ্ঠ, ব্রায়ান মে-র প্রায় অতিলৌকিক গিটারবাদন (এ-প্রসঙ্গে ফ্রেডি মার্কারি বলেছিলেন, "গানে কোনও বাদ্যযন্ত্র ব্যবহারের প্রস্তাব আমি দিলে ব্রায়ান তা গিটার দিয়ে বাজিয়ে দেয়"), চারজনের মনোহর হারমোনাইজিং... আহা! 

নিচের গানটি খুবই এক্সপেরিমেন্টাল। যে-কারণে প্রথমবার শুনলে গানটা খুব একটা ভালো লাগে না। অন্তত আমার লাগেনি, যখন প্রথম শুনেছিলাম নব্বই দশকের শুরুতে। তবু অত্যন্ত শক্তিশালী লিরিকসের এই গানটি শুনে দেখতে পারেন। লিরিকস থেকে সামান্য উদ্ধৃতি, যাতে বুঝতে পারেন এই গানটি কেন দেয়া ধর্মকারীতে:

Our lives dictated by tradition, superstition, false religion
Through the eons, and on and on
...
If there's a God or any kind of justice under the sky
If there's a point if there's a reason to live or die
If there's an answer to the questions we feel bound to ask
Show yourself - destroy our fears - release your mask



অডিও ভার্শন:

কিছুটা অপ্রাসঙ্গিক:

কুইনের গাওয়া আমার অতি প্রিয় একটি গানের নাম "বোহেমিয়ান র‌্যাপসোডি"। গানটিতে স্পষ্ট চারটি ভাগ আছে ভিন্ন ভিন্ন মেজাজের, কিন্তু শুনতে একেবারেই বেখাপ্পা লাগে না। ভিডিও এখানে। অনেক সঙ্গীত সমালোচকের মতে, এটি পৃথিবীর প্রথম মিউজিক ভিডিও। দেখার সময় মাথায় রাখতে হবে, ভিডিওটি নির্মিত সত্তুর দশকের মাঝামাঝি।

আরেকটি অসাধারণ গান: সামবডি টু লাভ। অভূতপূর্ব কম্পোজিশন, কণ্ঠ-সমন্বয়!

একটু লঘু স্বাদের তবু দুর্দান্ত পাঁচটি গান: রেডিও গা গা, ফ্রেন্ডস উইল বি ফ্রেন্ডসআই ওয়ান্ট টু ব্রেইক ফ্রি এবং  উই উইল রক য়্যু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন