বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০১০

টাইটানিক ডোবালো যিশুকে


স্যাটায়ারধর্মী জার্মান পত্রিকা টাইটানিক, যাদের স্লোগান: The ultimate blasphemy magazine. Required reading for blasphemers, তাদের সাম্প্রতিকতম সংখ্যার প্রচ্ছদে ছাপিয়েছে নিচের ছবিটি।


যথারীতি হইচই পড়ে গেছে খ্রিষ্টানদের মধ্যে। তারা ছবিটিকে অশ্লীল বলে গণ্য করছে। অথচ ছবিতে অশ্লীলতার লেশও  নেই বলে দাবি করেছেন পত্রিকার সম্পাদক। তাঁর মতে, ছবিটিতে দেখা যাচ্ছে, এক ধর্মযাজক যিশুখ্রিষ্টের আকৃতি সম্বলিত  ক্রুশের মডেল পরিষ্কার করছে। এছাড়া এমনও তো ভাবা যেতে পারে যে, এক ধর্মযাজক যিশুর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে। কিন্তু ছবিটি দেখামাত্র ক্যাথলিকদের মাথায় সেক্স বিষয়ক চিন্তা মাথায় এসেছে বলে ভীষণ বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

ছবিটি ডাউনলোড করে ওয়ালপেপার হিসেবে ব্যবহারের সুযোগ দিচ্ছে টাইটানিক। এছাড়া "Does Jesus still have a role?" লেখা ছ'টি ইলেকট্রনিক পোস্টকার্ডও ছেড়েছে তারা। দু'টি নমুনা দেখুন:



সবগুলো এখানে

আরেকটি সিরিয়াস পত্রিকা "শ্পিগেল" (Der Spiegel) ছেপেছে অপেক্ষাকৃত নমনীয় প্রচ্ছদ, যাতে লেখা: "The Hypocrites: the Catholic Church and Sex"।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন