ইংল্যান্ডের চার্চপ্রধান archbishop of Canterbury মন্তব্য করেছেন যে, শিশুদের যৌনপীড়নের ঘটনার পর আইরিশ ক্যাথলিক চার্চ তার সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আইরিশ চার্চের নেতারা যথারীতি এই বক্তব্যের প্রতিবাদ করেছে।
পাছায় কাপড় নাই, তবু অভিজাত্য রক্ষার কী চেষ্টা! ভ্যাটিকান এখন উদ্ধত; অনুশোচনার লেশও নেই তার আচরণে, কথাবার্তায়। সেখানকার এক উচ্চপদস্থ কার্ডিনাল আঞ্জেলো সোদানো (পদবীটা জব্বর ) শিশুদের যৌনপীড়ন বিষয়ক অভিযোগকে "তুচ্ছ গুজব" বলে অভিহিত করেছেন। ব্যাটার চেহারাখান দেখুন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন