রবিবার, ২৩ মে, ২০১০

আমেরিকা থেকে সুসমাচার


আমেরিকার মতো ঘোর ধর্মময় দেশেও ধর্মের প্রভাব নিম্নমুখী, বিশেষ করে নেট-জেনারেশনের (Generation Y / Millennial Generation / Generation Next নামেও পরিচিত) ভেতরে। USA Today পত্রিকার জরিপে দেখা যাচ্ছে, এই প্রজন্মের শতকরা ৭২ জন নিজেদেরকে ধার্মিক মনে করে না। না, তারা পুরোপুরি নাস্তিকতার পথে আসেনি বটে, তবে তারা প্রার্থনা করে না, উপাসনা করে না এবং বাইবেলও পড়ে না।


গত বছরের একটি প্রাসঙ্গিক ভিডিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন