সুইডেনের পত্রিকায় ছাপা হয়েছিল বারোটি কার্টুন, আর তাতেই তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেললো মুসলিম জাহান। আর এবারে ইন্টারনেটের মতো সর্বব্যাপী মাধ্যমে প্রকাশ হলো হাজার-হাজার কার্টুন, অথচ মুসলিমরা এবার ভাঙার মতো দূতাবাস পেলো না, পোড়াবার মতো পতাকা পেলো না, কোনও দেশের উৎপাদিত পণ্য বর্জন করার উদ্যোগ নিতে পারলো না, পারলো না কারুর কল্লা কেটে নেয়ার হুমকি দিতে। ভার্চুয়াল এই জগতে ইসলামী বর্বরতা আর শরিয়া আইন যে একেবারেই অচল!
থান্ডারফুট ওপরের কথাগুলোও ভিডিওতে বলেছেন। পুরোটা দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন