১.
পাকিস্তানে শরিয়তী বিচারপর্বের শেষে তিন পুরুষের হাত কেটে ফেলা হয়েছে। স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা ম্বীকার করেছে।
২.
ইতালিতে এক মুসলমান মেয়েকে বোরখা পরার অভিযোগে ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। এর পরে মেয়েটির স্বামী প্রকৃত মুসলমানের মতো বলেছে যে, সে চায় না তার স্ত্রীর দিকে পরপুরুষ নজর দিকে এবং তাই সে তার স্ত্রীকে আর কখনও ঘর থেকে বের হতে দেবে না।
৩.
সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা সরকার বললেও পাকিস্তানে প্রতি বছর গড়ে দশ হাজার জেহাদি তৈরি করা হচ্ছে। পাকিস্তানের এগারো হাজার মাদ্রাসার অর্ধলক্ষ শিক্ষার্থীদের ভেতর থেকেই মূলত এদের উৎপত্তি। এদের গড় বয়স ১৬।
৪.
"কোরানে কিছুর উল্লেখ না থাকার অর্থ সেটি ভুয়া", বলেছেন ইরাকী ইসলামবিদ। পৃথিবী সমতল এবং তা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে বলে তিনি দাবি করেন। দাবির ভিত্তি - ধর্মবিশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন