বৃহস্পতিবার, ৬ মে, ২০১০

ধর্মবিশ্বাস যখন সবচেয়ে মূল্যবান


রক্তাল্পতাগ্রস্ত এক বালককে নিয়ে আসা হলো হাসপাতালে। ডাক্তার পরীক্ষা করে দেখলেন, বালকটির শরীরে রক্ত কমে আসছে আশঙ্কাজনক দ্রুততায়। তাকে বাঁচানোর একমাত্র উপায় - অবিলম্বে তার শরীরে রক্তের transfusion (একজনের শরীর থেকে অন্যের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া) করা। ডাক্তারেরা বিলম্ব না করে কাজে নেমে পড়লেন। কিন্তু তাঁদের কাজে বাধা দিতে শুরু করলেন... কে, আন্দাজ করুন দেখি? বালকের পিতা এবং আরও কিছু ব্যক্তি! তাঁরা সকলেই "জেহোভার প্রত্যক্ষদর্শীরা" (Jehovah’s Witnesses) নামের ধর্মীয় সংগঠনের অনুসারী এবং এই ধর্মের রীতি অনুযায়ী রক্তের transfusion নিষিদ্ধ!

ধর্মীয় রীতি লঙ্ঘনের চেয়ে পুত্রের মৃত্যু তাঁর কাছে শ্রেয় মনে হয়েছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় ছেলেটির জীবন রক্ষা পায়। তার পিতাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি ছেলেটিকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন