খ্রিষ্টানপন্থী চ্যানেল ফক্স নিউজ-এ পাঁড় নাস্তিক ক্রিস্টোফার হিচেন্সের সাক্ষাৎকার। হিচেন্স, মনে হলো, নিদ্রাপূর্ব অথবা মদ্যপানোত্তর অবস্থায় ছিলেন , যদিও তাঁর কথায় জড়তা বা আড়ষ্টতা ছিলো না। শাণিত যুক্তি দিয়ে তিনি স্রেফ ধুয়ে ফেললেন ধর্মকে। সাক্ষাৎকারটি ২০০৭ সালের হলেও বর্তমান সময়ের জন্যও উপযোগী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন