বুধবার, ৫ মে, ২০১০

ক্যাম্পাসে মুহম্মদের একশো ছবি


মুহম্মদের প্রতিকৃতি আঁকা নিয়ে মুসলমানদের এতোটা অগ্নিমূর্তি হবার কারণটি আমার বোধগম্য নয় বলেই একবার লিখেছিলাম, হয়তো বেশুমার কুকীর্তির কারণে লোকসমাজে মুখ দেখাবার মুখ নেই তাঁর 

সাউথ পার্ক কার্টুন নিয়ে তুলকালাম কাণ্ডের রেশ চলছেই। আমেরিকার University of Wisconsin-এর কিছু বেতমিজ ছাত্র ক্যাম্পাসে মুহম্মদের ১০০টি ছবি আঁকে চক দিয়ে। একটি নমুনা:


বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছাত্রেরা ছবিগুলো অবিকৃত রাখতে দেয়নি। তারা মুহম্মদ শব্দের সঙ্গে আলী জুড়ে দিয়েছে অর্থাৎ বক্সার মুহম্মদ আলী (কী বালখিল্য!)। ওপরের ছবিটির পরবর্তী অবস্থা দেখুন:


নিজেদের বিশ্বাসের কোনও সমালোচনা সহ্য করতে পারে না মুসলমানেরা। তবে স্বীকার করতেই হয়, ক্যাম্পাসের মুসলমানেরা বর্তমান ক্ষেত্রে মুসলমানদের স্বভাবগত হিংসাত্মক পথে যায়নি। নাকি সমালোচনায় ধীরেসুস্থে অভ্যস্ত হয়ে উঠছে তারা? 

সে যা-ই হোক, অবস্থা বুঝে ত্যাদোঁড় নাস্তিকেরা ভিন্ন কৌশল অবলম্বন করতে শুরু করে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন