যুক্তির বিচারে যে-কোনও ধর্মই উদ্ভট। আজ তেমনই আরেক উদ্ভট ধর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি TheThinkingAtheist। অন্য কোনও ধর্মে বিশ্বাসী কেউ এই ধর্ম নিয়ে হাসবার আগে নিজের ধর্ম নিয়ে একটু ভাবলেই বুঝতে পারবেন, হাসির উপাদান তাঁর ধর্মেও অপরিমেয়।
প্রাসঙ্গিক আরও একটি ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন