নারী-পুরুষের সম্মুখ-আলিঙ্গনে কামভাব জাগ্রত হতে পারে বলে প্রলোভনমুক্ত থাকার প্রত্যাশায় খ্রিষ্টানরা আবিষ্কার করেছে পার্শ্ব-আলিঙ্গন (সাইড হাগ)
এ প্রসঙ্গে ক্রিস্টিনা (ধর্মকারীতে আগে প্রকাশিত তাঁর তিনটি ভিডিও: এক, দুই, তিন) যে-ভিডিওটি বানিয়েছেন, সেটির নাম "যৌনশিক্ষা ও পার্শ্ব-আলিঙ্গন"। এতে আছে "ক্রিশ্চিয়ান সাইড হাগ" নামের র্যাপ-সঙ্গীতের (দেখতে চাইলে এখানে ক্লিক করুন) অংশবিশেষ ও বিশ্লেষণ এবং শেষে ক্রিস্টিনার করা প্যারোডি।
এবারে দেখুন আরেকটি পার্শ্ব-আলিঙ্গন প্যারোডি। স্রেফ দুর্ধর্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন