পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটি খোমাখাতার একটি লিংক ব্লক করার নির্দেশ দিয়েছে সমস্ত ইন্টারনেট প্রোভাইডারকে। কোন লিংকটি, আন্দাজ করতে পারেন? হ্যাঁ, Everybody Draw Mohammed Day!-র লিংক। কারণ ওখানে নবীর ছবি আঁকা হচ্ছে! স্বীকার করতে দ্বিধা নেই, অনেক ছবিই শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে। তবে গত বহুবছর নবীজির প্রবর্তিত ইসলাম ধর্মের ইতরামির বহুবিধ প্রকাশ অ-মুসলিম জগৎকে যে-মাত্রায় সহ্য করতে হয়েছে এবং হচ্ছে, সেটার তুলনায় এ তো একেবারেই অকিঞ্চিৎকর ও উপেক্ষণীয়।
এখন দেখা যাক বেছে নেয়া আরও কয়েকটি কার্টুন। আগের পর্ব এখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন