শনিবার, ২২ মে, ২০১০

ধর্ম যখন কর্মবিমুখ


ধর্মীয় নানাবিধ রীতিনীতি প্রায়শই উদ্ভট, যুক্তিহীন এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। এই যেমন, প্রত্যেকটি শনিবার ইহুদিদের জন্যে স্যাবাথ (sabbath ), অর্থাৎ পরিপূর্ণ বিশ্রাম দিবস। এই দিনে যে-কোনও ধরনের কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোও কাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে 

উঁচুমানের স্যাটায়ার-ভিডিও নির্মাণ করে খ্যাতি অর্জনকারী TheThinkingAtheist-এর সাম্প্রতিকতম ভিডিও দেখুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন