ধর্মকারীতে পোস্টের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গেছে। এই সাইটের খোঁজ যেসব পাঠক সম্প্রতি পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন, তাঁদের পক্ষে আগে প্রকাশিত মজাদার পোস্টগুলো খুঁজে নেয়া ব্যাপক শ্রম- ও সময়সাধ্য ব্যাপার হবে ভেবেই হারানো-দিনের-পোস্ট ধরনের এই সিরিজের অবতারণা। পুরনো পাপীরাও এই সুযোগে স্মৃতিচারণ করে নিতে পারেন
প্রতি পর্বে আমার বিশেষ প্রিয় পাঁচটি পোস্টের লিংক দেবো সংক্ষিপ্ত বর্ণনাসহ। শুরু করছি ধর্মকারীর আদিকাল থেকে।
১. মহানবী মহাজন যে-পথে করেছেন গমন... (কার্টুন, কাকে নিয়ে তা তো সহজেই অনুমেয়)
২. ক্যাথলিক ধর্মের মূল লক্ষ্য (ভিডিও, ক্যাথলিক চার্চের শিশুকামিতা বিষয়ে অসাধারণ প্যারোডি)
৩. কাহারে হেরিলাম! (তিনটি মজাদার ছবি)
৪. প্যাট্রিক কন্ডেল: আমাদের লোক – ০১ (ভিডিও, এই ধরনের নাস্তিক আমার পছন্দ)
৫. হালাল মিনি-স্কার্ট (ছবি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন