আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ৯ মে, ২০১০

টিম মিনচিনের ধর্মভাবনা


কিছুদিন আগেও নাম জানতাম না এই লোকের। অথচ এখন আমি তাঁর মহামুগ্ধ শ্রোতা। তাঁর অসাধারণ রসবোধ, অভিনব দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি আকর্ষণ করে আমাকে। নাম তাঁর টিম মিনচিন।  

এতোদিন তাঁর গানই শুনে এসেছি শুধু, কখনও কখনও কিঞ্চিৎ ভূমিকা। আজ তাঁর নিজের মুখে শোনা যাক ধর্ম বিষয়ে তাঁর অবস্থানের কথা। ভিডিওটির শেষে যে-গানটি তিনি গেয়ে শোনান, সেটি দিয়েই শুরু হয়েছিল ধর্মকারীর "গান" ক্যাটাগরি। নিম্ননেটস্পিডপীড়িত জনতার পক্ষে এগারো মিনিটের এই ভিডিও দেখা প্রায় অসম্ভব বলেই মনে হয়, তবে তারাঁ দুই মিনিট একুশ সেকেন্ডের এই গানটি দেখতে পারেন।



কৃতজ্ঞতা স্বীকার: লিংক পাঠিয়েছেন shuvrosunny।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন