বিশ্বাসীরা বলে, শুধু একবার বিশ্বাস করে দ্যাখো, ধর্ম সত্য হয়ে উঠবে তোমার কাছে।
কী কুৎসিত যুক্তি!
যদি বিশ্বাস করি, "হাঁসেরা সবুজ", হাঁসেরা কি তাহলে সবুজ হয়ে যায়?
যদি বিশ্বাস করি "আমি রাজপুত্র", আমি কি তাহলে রাজপুত্র বনে যাই?
যদি কোনও ধর্মে বিশ্বাস করি, তাহলেই কি ধর্ম সত্য হয়ে যায়?
(সূত্র: মূল ইংরেজি, তবে কোথা থেকে সংগৃহীত, মনেও নেই এখন আর )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন