স্টকহোম সিনড্রোম সম্পর্কে উইকিপিডিয়া লিখছে: "স্টকহোম সিনড্রোম হল জিম্মিদের মধ্যে দেখা যায় এমন একটি মানসিক অবস্থা, যার দরুন জিম্মিরা তাঁদের অপহরণকারীদের প্রতি আনুগত্য ও আবেগপ্রবণ টান অনুভব করে। ১৯৭৩ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে সংঘটিত এক ব্যাংক ডাকাতির ঘটনার সময় ৬ দিন ধরে জিম্মি হয়ে থাকা ব্যক্তিরা তাঁদের আটককারী ডাকাতদের প্রতি দূর্বলতা প্রকাশ করেছিল - এই ঘটনার পর থেকেই এধরণের আচরণকে স্টকহোম সিনড্রোম বলা হয়ে থাকে।"
ধর্মবিশ্বাস কি এক ধরনের স্টকহোম সিনড্রোম নয়?
এই নামে একটি র্যাপ-সঙ্গীত গেয়েছেন Greydon Square। একেবারে শেষ পর্যন্ত শুনুন। মনটা খারাপ হয়ে যায়। লিরিকস ভিডিওতে এমবেড করা থাকলেও কয়েকটি লাইন উল্লেখ না করা দুষ্কর আমার পক্ষে :
if your god does love you I hope you make him wear a condom
hell and god are man made, they both want unquestioned authority and demand slaves and any incarnation of slavery’s not good
i’ll never worship anything with evil in it especially something who allowed evil to even exist, i dont give a shit if he created me that don’t give him the right to commit genocide with pride and act crazily
i can’t fathom how your god doesn’t need a cause, I dont know about you but this looks like imprisonment whats worse is that the prisoners don't know that they’re prisoners, even defend the tactics that are used to imprison them
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন