বুধবার, ৩০ জুন, ২০১০

দোজখভ্রমণকাহিনী


ভাইসব, মৃত্যুর পরে আমরা, নির্ধার্মিকেরা, বেবাকেই দোজখে যাবো, তাতে তো কোনওই সন্দেহ নেই। তো আমাদের ভবিষ্যৎ চিরস্থায়ী আবাসস্থলটা কেমন, সে বিষয়ে একটু আইডিয়া থাকলে মন্দ হয় না। এক মহিলাকে যিশু স্বয়ং নরক (খ্রিষ্টান নরক যদিও, তবে আমরা আইডিয়া পেতে পারি) দেখিয়ে নিয়ে এসেছেন। এই ভিডিওতে তিনি বিশদ বর্ণনা করছেন তাঁর অভিজ্ঞতার কথা।

তো সেই মহিলা তাঁর দোজখভ্রমণকাহিনী রচনাও করে ফেলেছেন বই আকারে। বইটি পেতে হলে আঠারো ডলার "ডোনেট" করতে হবে, কারণ তিনি বইটা বিক্রি করছেন না তো!

সারা দুনিয়া জুড়ে আবালের সংখ্যা এতো বেশি কেন? 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন