জীবনঘনিষ্ঠ কমিকস এঁকে খ্যাতিলাভ করা শিল্পী রবার্ট ক্রাম্ব বের করেছেন "দ্য বুক অভ জেনেসিস - ইলাস্ট্রেটেড" নামের একটি বই।
জেনেসিস হচ্ছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের অন্তর্ভুক্ত "সৃষ্টিতত্ত্ব" নামের প্রথম গ্রন্থ। তো রবার্ট ক্রাম্ব খুব মূলানুগ থেকে এই বইয়ের প্রতিটি শব্দ অনুসরণ করে কমিকস এঁকেছেন। কু-রূপকথার সচিত্র বর্ণনা দুর্ধর্ষ হয়েছে বলে মনে হচ্ছে। বইটা চোখে দেখিনি, তবে কিছু পৃষ্ঠার খুব-জুইতের-না মানের স্ক্যান দেখে এই ধারণা হলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন