সোমবার, ১৪ জুন, ২০১০

খ্রিষ্টধর্মের ধৃষ্টতার দৃষ্টান্ত - ০৩


১.
ভ্যাটিকান সিদ্ধান্ত নিয়েছে, তাদের উচ্চ ধর্মবিদদের সঙ্গে নাস্তিকদের বিতর্কের আয়োজন করবে। আপাত দৃষ্টিতে মহৎ উদ্যোগ বলেই মনে হয়। কিন্তু একটুও ভণ্ডামিই না থাকলে মানায় না যে! 
প্রতিপক্ষ দলে কারা থাকবে, সেটা বেছে নেবে ভ্যাটিকান। তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছে, রিচার্ড ডকিন্স বা ক্রিস্টোফার হিচেন্সের মতো সরব নাস্তিকদের ডাকবে না। পোক্ত ও শাণিত যুক্তি-তথ্য থাকলে কোনও প্রতিপক্ষকেই কিন্তু ভয় পাবার বা এড়িয়ে চলবার কথা নয়। কিন্তু এঁদের সাথে নামলে স্রেফ তুলোধুনো হয়ে যাবে (জ্বলন্ত উদাহরণ) ভ্যাটিকান। তাই এরশাদের যুগে যেমন ছিলো পোষা বিরোধীদল, মনে হয়, সে রকম প্রতিপক্ষ খুঁজছে তারা। 

২. 
ধর্ষিতা হবার কারণে চার্চের কাছে ক্ষমাপ্রার্থনা করতে হয়েছিল টিনা অ্যান্ডারসনকে। ১৯৯৭ সালের ঘটনা সেটি। 
তাঁর বয়স এখন আটাশ। এখানে তিনি জানাচ্ছেন তাঁর নিজের কথা। 

৩. 
রোমান ক্যাথলিক চার্চে যাজক হতে চাইলে প্রথাগত যে-ইন্টারভিউ পার হতে হয়, তাতে কয়েকটি কৌতূহলোদ্দীপক প্রশ্ন থাকে:
সর্বশেষ কবে যৌনসহবাস করেছেন?
কী ধরনের যৌন-অভিজ্ঞতা আপনার আছে?
আপনার পর্নোগ্রাফি পছন্দ?
কাঙ্খিত উত্তর দিয়ে এই পর্ব পার হতে পারলে আরও কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়:
আপনি শিশুদের ভালোবাসেন?
আপনি কি আপনার সমবয়সীদের চেয়ে শিশুদের বেশি ভালোবাসেন? 
আমি স্রেফ 
ভাবছেন, চাপা মারছি? নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত সংবাদ পড়ুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন