রবিবার, ৬ জুন, ২০১০

দু'টি সংবাদ


সংবাদ দু'টি পাঠিয়েছেন দিগন্ত সরকার।

১.
ঈশ্বর বড়োই বিচক্ষণ। তিনি জীবজন্তু সৃষ্টি করেছেন, যাতে মানবজাতির কল্যাণার্থে তাদের ওপর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো যায়! বলেছেন মালয়েশীয় সরকারী প্রতিনিধি।

২. 
তবে হায়দ্রাবাদে ভিন্নবর্ণের মেয়েকে বিয়ে করার কারণে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে এক দম্পতিকে। মেয়েটি রেড্ডি নামক উচ্চজাতের, সেখানে ছেলেটি ছিল নিম্নবর্ণীয়। মাস চারেক আগে তারা বিয়ে করে পালিয়ে গিয়েছিল, গ্রামে ফিরেছিল শুধু ব্যাপারটা মিটমাট করে নিতে। কিন্তু মেয়েটির আত্মীয়রা শোনেনি তাদের অনুরোধ, তারা পাথর ছুঁড়ে হত্যা করে দম্পতিকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন