বুধবার, ২৩ জুন, ২০১০

নির্ধার্মিক মনীষীরা – ২০


যা কিছু সহজে অনুধাবন করা যায় না, সে-সবকেই আমরা ঈশ্বর বলে থাকি, এতে মগজের কোষের অনর্থক ক্ষয়রোধ হয়।
এডওয়ার্ড অ্যাবি (১৯২৭-১৯৮৯, আমেরিকান লেখক, রসস্রষ্টা, Edward Abbey, from, Vox Clamantis In Deserto, A Voice Crying In The Wilderness, quoted from Steve Cichowski, personal letter to Cliff Walker, February 21, 2002)


ঈশ্বর বলে সত্যি কেউ থাকলেও আমার মনে হয় না তাঁর অহমিকাবোধ এতোটাই ভঙ্গুর যে, কেউ তাঁর অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করলেই তিনি রোষান্বিত হয়ে পড়বেন।
বার্টান্ড রাসেল (১৮৭২-১৯৭০, ইংরেজ গণিতবিদ, দার্শনিক, শিক্ষাবিদ ও লেখক, What Is an Agnostic?)


যুক্তিটা এরকম: "আমার অস্তিত্বের প্রমাণ দিতে আমি অস্বীকৃতি জানাচ্ছি," ঈশ্বর বলেন, "কারণ প্রমাণ বিশ্বাসকে বাতিল করে দেয়; আর বিশ্বাস ছাড়া আমি নিরর্থক।"
ডগলাস অ্যাডামস (১৯৫২-২০০১, ইংরেজ লেখক, নাট্যকার, সঙ্গীতকার, The Hitch Hiker's Guide to the Galaxy: book one of the Hitch Hiker's Guide to the Galaxy series, p. 50)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন