ইসলামী ইতরামির মাত্রা কতোটা সীমাহীন, তার আরও একটি জলজ্যান্ত উদাহরণ: নাইন ইলেভেনে মুসলিম জঙ্গিদের আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অদূরে একশো মিলিয়ন ডলার ব্যয়ে তেরোতলা ইসলামিক কালচারাল সেন্টার (ভেতরে মসজিদ অতি অবশ্য) নির্মাণের পরিকল্পনা করেছে মুসলমানেরা এবং, খুব সম্ভব, মুসলিমভীতিতে আতঙ্কিত হয়েই (বা অন্য কোনও কারণে) নগরপতিরা অনুমতিও দিয়েছে। কোরদোবা হাউস নামের এই আলিশান দালানটি কবে উদ্বোধন করার পরিকল্পনা, জানেন? আগামী বছর সেপ্টেম্বরের এগারো তারিখে। হ্যাঁ, হ্যাঁ, নাইন ইলেভেনের দশম বার্ষিকীতে! কতোটা বেহায়া আর নির্লজ্জ হলে এমন পরিকল্পনা বাস্তবায়নের স্পর্ধা ও ধৃষ্টতা দেখাতে পারে কেউ!
আমেরিকায় এ নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে ইতোমধ্যে। স্পষ্টভাষী প্যাট কন্ডেল ব্রিটেন থেকে যোগ দিয়েছেন সেই প্রতিবাদে। তাঁর বক্তব্যের কিছু অংশ:
It would be hard to imagine a more provocative gesture short of standing on their graves and burning the American flag. Yet, how typical of Islam, with it’s own hair-trigger sensitivity to the slightest imagined insult, to do something so arrogant and so insensitive.
...
You know, I’m not even American but it makes me sick to my stomach to think that Islam is going to be allowed anywhere near Ground Zero, because 9.11 could never have happened if not for Islam and it’s teachings and it’s doctrine of jihad, and it’s false promise of an impossible afterlife without which none of those gullible lunatics would have been persuaded to carry out such an insane act. And also because, it wasn’t just an attack on America, but on all of us in the civilized world. As were the bombings in London, in Madrid, in Barley, the shootings in Mumbai, and everywhere else that the religion of peace decides it doesn’t like the way people do things.
...
Without the shield of religion to hide behind, Islam would be banned in the civilized world as a political ideology of hate, and we have no obligation to make allowances for it anymore than we do for Nazism. It’s a bigger threat to our freedom than Nazism ever was.
...
Islam despises what America is; it rejects everything America stands for, including freedom and diversity, and any muslim who denies that, is a liar.
...
They plan to open it next year on September the 11th, the tenth anniversary of the atrocity. Is that tasteless enough for you? I’m surprised they haven’t organized a 757 flight past.
...
America is a big country and there is plenty of room for them to build their offensive mosque if they have to; somewhere else. Somewhere perhaps more appropriate to the spirit of their religion, like the Arizona Desert, or Death Valley.
লক্ষ্য করুন, ভিডিওটি সাবটাইটেলসহ দেখার ব্যবস্থা আছে।
ডাউনলোড লিংক (৩৫.৪ মেগাবাইট)
মুসলমানী এই ইতরামি-প্রজেক্ট ব্যর্থ করে দেয়ার সহজ একটি উপায় আছে।
একবার স্পেনের Seville-এ শহর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ উপেক্ষা করে এক জায়গায় মসজিদ তৈরির অনুমদি দেয়। কয়েকজন স্থানীয় অধিবাসী ওই নির্দিষ্ট স্থানের ঠিক মধ্যিখানে একটি শুয়োরকে কবর দিয়ে সেটির সচিত্র সংবাদ ছড়িয়ে দেয় চারপাশে। মুসলিমরা তাদের প্রজেক্ট গুটিয়ে নিতে বাধ্য হয়
খবরটি নিউইয়র্কবাসী আমেরিকানদের কাছে পৌঁছনো দরকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন