সোমবার, ৭ জুন, ২০১০

আল্লাহতে আমার বিশ্বাস নেই

এই শিরোনামে ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকার গতকালকের সংখ্যায় একটি নিবন্ধ লিখেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আলম সাহা। সম্পূর্ণ ধার্মিক পরিবেশে বড়ো হয়েও কীভাবে ধর্মমুক্ত হতে পারলেন, তা বর্ণনা করেছেন লেখাটিতে। পেশায় তিনি শিক্ষক। প্রত্যেক নতুন শিক্ষাবছরে বাংলাদেশী নতুন ছাত্রদের সঙ্গে অবধারিতভাবে তাঁর এই ধরনের সংলাপ বিনিময় হয়:
– আপনি কি, স্যার, বাংলাদেশের?
– হ্যাঁ।
– তার মানে আপনি নিশ্চয়ই মুসলমান।
– না, আমি নাস্তিক।
হতভম্ব ও কিছুটা হতাশ ছাত্র তবু বলে:
– কিন্তু আপনি তো বাংলাদেশী, আপনি নিশ্চয়ই মুসলমান।"

পুরো লেখাটি এখানে পড়ুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন