সোমবার, ২১ জুন, ২০১০

ছাগু কহিলেন


মৌলবাদীদের ইংরেজিতে "আদর করে" ফান্ডি (ফান্ডামেন্টালিস্ট থেকে সংক্ষেপিত) বলে ডাকা হয়। বাংলায় আমরা তাদের ডাকি ছাগু বলে। 

তো যা বলতে চাইছিলাম, Fundies Say the Darndest Things নামের একটি সাইটে ফান্ডিদের বলা হাহাপগে-টাইপ কথাগুলোর সংকলন দেখে বিমলানন্দ অনুভব করলাম। কয়েকটি নমুনা দেখুন: 

i'm christian 
if we came from apes 
how come were not hairy and have a big mouth 
and did we end up looking like we do know 
...
No, God's Penis is not a biological organ. I never said God's Penis was the same as man's penis. Obviously it wouldn't be. That is why I pointed out God has a Holy, Righteous Penis. That is to say, it's not the same as man's corrupted, fleshy one. 
As I said when this subject first came up, once again: Penises are not just for sex & peeing. It is only because man is evil that he thinks of penises exclusively in those terms. 
You cannot insert your evil prejudicial ideas of man's penis onto God - which is exactly what you are doing. God's Penis is not equal to man's penis. It's really not hard to understand. 
...
Some things can not be explained by science. Take for example, rainbows. Rainbows are a mystery and you can not touch them, just like god. Despite this fact, they are still there even though there is no scientific explanation for them. So next time you find yourself doubting your faith, think of god as a rainbow. I know that this can be a difficult concept for some of you to grasp. It is just like air you can't see it but you know its there
...
That's the beauty of Heaven... we can leave our brains behind.
...
Yes sex at six can cause psychological damage. But thats only in rare occasions. Most girls are fine. Thats a scientific fact.
...
Forcing a wife to have sex is not rape as her body already belongs to her husband.
...
I wear my ignorance like a badge! It's our faith they need to see --- not our knowledge.

একটা আইডিয়া এলো মাথায়। বাংলা ব্লগপরিমণ্ডল ছাগুদের ম্যাৎকারে ছেয়ে আছে। তাদের নির্বোধ বচনগুলো সংগ্রহের একটা উদ্যোগ নেয়া যেতে পারে। ধর্মকারীতে একটি বিভাগ খোলা হবে "ছাগুবচন", "ছাগুভাষ্য" বা "ছাগু কহিলেন" নামে (শ্রেয়তর নাম প্রস্তাব করুন) এবং ভবিষ্যতে একটি সাইটও খোলা যেতে পারে।

এখন আমাদের যা কর্তব্য: হাস্যোদ্রেককারী, বালখিল্য বা আহম্মকী যে-কোনও ছাগুবাণী উদ্ধৃত করে (বোধগম্যতার  প্রয়োজনে প্রসঙ্গ বা পটভূমি উল্লেখ করে সংক্ষিপ্ত ভূমিকা দেয়া যেতে পারে) ছাগুর নাম ও পোস্টের ইউআরএল-সহ dhormockeryঅ্যাটgmail.com ঠিকানায় পাঠিয়ে দিন। বাংলা ব্লগগুলো ছাড়াও খোমাখোতাও ছাগুবাণীর বড়ো উৎস বলে মনে হয়। তবে এ ক্ষেত্রে উদ্ধৃতি ছাড়াও স্ক্রিনশট সরবরাহ করতে হবে।

আপনারা কী বলেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন