Everybody Draw Muhammad Day-র পরে এবার আসছে Everybody Bake Jesus Day। বত্রিশ বছর আগে নিজের জন্য নির্মিত এবং একেবারে অপ্রকাশিত ও অপ্রচারিত যিশুরন্ধনপ্রণালী নামের একটি ফান-ভিডিওর কারণে এক স্প্যানিশ সঙ্গীতস্রষ্টা এক লক্ষ বিরানব্বই হাজার ইউরো জরিমানার মুখোমুখি হয়েছেন (ধর্মকারীতে আগে প্রকাশিত প্রাসঙ্গিক পোস্ট)। সেই ভিডিও থেকে নেয়া কয়েকটি স্থিরচিত্র তিনি দেখিয়েছিলেন ২০০৫ সালে এবং তাতে খ্রিষ্টানদের ধর্মানুভূতি আহত হয় (বিশ্বাস যতো বেশি প্রবল, রসবোধ ততো নিচু পর্যায়ের)। এই স্পর্শকাতর অনুভূতিকে ভোঁতা করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে Everybody Bake Jesus Day।
দিনটি পালিত হবে জুলাইয়ের ৩ তারিখে। অফিসিয়াল খোমাখাতা পৃষ্ঠা।
কিছুটা অফ টপিক। খ্রিষ্টানেরা এতোদিন ধরে টোস্টের ওপরে যিশুর প্রতিকৃতি খুঁজে পেয়েছে। এবারে নাস্তিকেরা যিশুর প্রতিকৃতিতে খুঁজে পেয়েছে টোস্ট!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন