সোমবার, ২৬ জুলাই, ২০১০

মুক্তচিন্তা প্রকাশের স্বাধীনতা


মুক্তচিন্তা প্রকাশের স্বাধীনতা তথা অগ্রগতির প্রধান অন্তরায় ধর্মবিশ্বাসগুলো। ওসব নাকি পবিত্র এবং সমালোচনার ঊর্ধ্বে। হাহ্! প্রকৃত সত্য যুক্তির সামনে কুঁকড়ে যায় না, সমালোচনায় ভীত হয় না, রঙ্গ-রসিকতায় কুপিত হয় না। আর তাই ভিত্তিহীন, অপ্রমাণিত বিশ্বাস সব সময়ই হাস্যস্পদ এবং তা প্রশ্নবিদ্ধ হবেই।

ছোট্ট দু'টি চমৎকার ভিডিও দেখুন Campaign for Free Expression সিরিজ থেকে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন