মাঝেমধ্যে মনে হয়, ঘৃণাই ধর্মগুলোর মূল চালিকাশক্তি। অন্ধবিশ্বাস কতোটা ঘৃণার জন্ম দিতে পারে, কীভাবে বিকল করে দেয় সুস্থচিন্তার ক্ষমতা, মানবতাবোধ, নিচের ভিডিওটি তার একটি উদাহরণমাত্র। ধর্মের প্রভাবে মানুষ কতোটা নির্বোধ হতে পারে, ভেবে আতঙ্কিতই হই শুধু।
আর কোরান তো ঘৃণার ডিপো। গদগদ-বিশ্বাসের-ঠুলিহীন চোখে কোরান পড়লে দেখা যাবে, পাতায়-পাতায়, আয়াতে-আয়াতে আক্ষরিক অর্থেই অসংখ্যবার বলা আছে ভিন্নমতাবলম্বীদের প্রতি ঘৃণার কথা, বিদ্বেষের কথা। বিশেষ করে, ইহুদি জাতি মুসলমানদের ঘৃণার "সম্মানিত" আসনে অধিষ্ঠিত। অবাক হয়ে ভাবি, জনসংখ্যায় ইহুদিদের তুলনায় একশোগুণেরও বেশি হয়েও মুসলমানদের এই প্রবণতা কি তাদের হীনমন্যতাই (ইনফিরিয়রিটি কমপ্লেক্স) প্রকটভাবে প্রকাশ করে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন