কোনও ধর্মের শাখা-প্রশাখা-উপশাখা গজানো থেকে একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে যে, ধর্ম আসলে নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তার ও অনায়াস অর্থোপার্জনের (উপার্জন নয়, আসলে হাতিয়ে নেয়া) হাতিয়ারের চেয়ে বেশি কিছু নয়। এই যেমন, রুশ অর্থোডক্স চার্চ এবং ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের মধ্যেকার দীর্ঘকালীন রেষারেষি ও বিরোধ আবার প্রবল হয়ে উঠেছে রুশ পক্ষের প্রধান ইউক্রেন ভ্রমণে এলে।
তাঁর ভ্রমণের সময় অভিনব ধরনের প্রতিবাদ করে সুনাম ও দুর্নাম দুটোই কুড়ানো মেয়েদের প্রতিষ্ঠান FEMEN এবার রুশ চার্চের ইউক্রেনবিরোধী তৎপরতার প্রতিবাদ করলো এক মেয়েকে প্রতীকী ক্রুশবিদ্ধ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন