বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০১০

প্রতিবাদের শরীরী ভাষা


কোনও ধর্মের শাখা-প্রশাখা-উপশাখা গজানো থেকে একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে যে, ধর্ম আসলে নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তার ও অনায়াস অর্থোপার্জনের (উপার্জন নয়, আসলে হাতিয়ে নেয়া) হাতিয়ারের চেয়ে বেশি কিছু নয়। এই যেমন, রুশ অর্থোডক্স চার্চ এবং ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের মধ্যেকার দীর্ঘকালীন রেষারেষি ও বিরোধ আবার প্রবল হয়ে উঠেছে রুশ পক্ষের প্রধান ইউক্রেন ভ্রমণে এলে। 

তাঁর ভ্রমণের সময় অভিনব ধরনের প্রতিবাদ করে সুনাম ও দুর্নাম দুটোই কুড়ানো মেয়েদের প্রতিষ্ঠান FEMEN  এবার রুশ চার্চের ইউক্রেনবিরোধী তৎপরতার প্রতিবাদ করলো এক মেয়েকে প্রতীকী ক্রুশবিদ্ধ করে। 


প্রতিবাদের প্রস্তুতির ছবি দেখুন এখানে ছবির ঠিক ওপরের ক্রমিক সংখ্যাগুলোয় ক্লিক করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন