আচ্ছা,একটা ব্যাপার বলুন তো, শরীরের বিভিন্ন অঙ্গগুলোর ভেতরে কেন জাতভেদ করি আমরা? পা কেন হাতের চেয়ে নিচু শ্রেণীর? আমাদের পদযুগলের ব্যবহারিক প্রয়োজনীয়তা হাতের তুলনায় কোন অংশে কম? অথচ কোরানের বাণী লেখা দস্তানা মুসলমানদের চটাবে না, তবে দস্তানার বদলে জুতো হলেই খবর করে দেবে! তবে শুধু মুসলমানেরাই নয়...
Keds নামের এক প্রতিষ্ঠান বুদ্ধ, দালাই লামা, "পবিত্র" মন্ত্র, তিব্বতের জাতীয় পতাকাসহ অন্যান্য "পবিত্র" প্রতিকৃতি সম্বলিত কিছু জুতো ছেড়েছে বাজারে।
এবারে চেতসে বৌদ্ধরা। এবং ইসলামী ঐতিহ্য অনুসরণ করে তারাও এবার হুমকির পথে এসেছে। একটি অংশ পড়ুন: Unlike people from other respectable creed, the Buddhists may be inherently grounded in the philosophy of Ahimsa and non-violence, but that doesn’t mean we are less human beings and thus less sentimental. The dishonorable precedent set by Keds would not only provoke Buddhist brothers and sisters, but it will also stir the sentiments of every sane religious practitioner of all the faiths in the world .As a self-effacing and a humble Buddhist myself, I forewarn Keds not to tread on the dirty path lest it should face a similar consequence meted out to the culprits as cited in the above instances.
লেখাটিতে এই ঘটনা সঙ্গে তুলনা টানা হয় হিন্দু ধর্মানুভূতিতে "আঘাত" দেয়ার কারণে হিন্দু জঙ্গিদের হুমকির মুখোমুখি হয়ে ভারতীয় চিত্রশিল্পী মকবুল হুসেইন ফিদা কাতারে নির্বাসন নেয়ার ঘটনা এবং ড্যানিশ সেই কার্টুনগুলোর কারণে মুসলমানদের "সদাচরণের" কথা।
ইঙ্গিতটি পরিষ্কার। তবে কি আমরা ভবিষ্যতে বৌদ্ধধর্মের নীতি "অহিংসতা" শব্দটির প্রথম অক্ষরটির বদলে "স" দেখতে পাবো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন