এক বছর আগের গবেষণার ফলাফল। তবে বড়োই কৌতূহলোদ্দীপক।
এক আমেরিকান ডেটিং সাইট তাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবারের নানাবিধ তথ্য গবেষণা ও বিশ্লেষণ করে "প্রথম পত্রে কী লিখিলে ডেট জোগাড় হইবার সম্ভাবনা অধিকতর হইবে" জাতীয় একটি পরামর্শমূলক নিবন্ধ প্রকাশ করেছে। বানান ও ব্যাকরণগত ভুল কম থাকা কেন বাঞ্ছনীয়, প্রথম সম্ভাষণ কী হওয়া উচিত, সম্ভাব্য পার্টনারের কাছে কোন হবির উল্লেখ বেইল পাবে বেশি - এই জাতীয় পরামর্শের পাশাপাশি এ-কথাও উল্লেখ আছে যে, নিজেকে খ্রিষ্টান, মুসলমান, হিন্দু ইহুদি না বলে নাস্তিক/নির্ধার্মিক পৈরিচয় দিলে পার্টনার খুঁজে পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি
গ্রাফ দেখুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন