আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০১০

জিসাস ক্যাম্প: শিশুমগজ ধোলাই কারখানা


ঈশ্বরের কাছ থেকে ফোন কল পেয়ে শিশুরা বিমূঢ় হয়ে গেছে! হ্যাঁ, আমেরিকার এক ভ্যাকেশন বাইবেল স্কুলে শিশুদের সঙ্গে ফোনে কথা বলেছেন ঈশ্বর স্বয়ং। অন্তত সেই ধারণা তাদের দেয়া হয়েছে। 

শিশুদের বিশ্বাসপ্রবণ মস্তিস্ক ধোলাইকরণে ধর্মবিশ্বাসীরা (পিতামাতাও বাদ যান না) নিরলস। ওপরের খবরটি পড়ে মনে পড়লো ২০০৬ সালে নির্মিত সাড়া-জাগানো ডকুমেন্টারি ছবি "জিসাস ক্যাম্প"-এর কথা। দেড়ঘণ্টা দীর্ঘ এই ভয়াবহ এবং প্রায়শই ডিস্টার্বিং ছবিতে দেখানো হয়, খেলার ছলে বা নাচ-গান-বক্তৃতাসহ নানান কৌশলে শিশুদের মগজে প্রবিষ্ট করানো হয় যুক্তিরহিত, প্রমাণহীন অপবিশ্বাসগুলো। দেখে রক্ত গরম হয়ে ওঠে অক্ষম ক্রোধে।

প্রথম পর্ব


বাকি সাত পর্ব ইউটিউবে লেজুড় ধরে দেখে নিন।

এবার শিশু ধর্মপ্রচারকদের দেখে আন্দাজ করুন, মগজধোলাই-পদ্ধতি কতোটা ভয়াবহ হতে পারে।


প্রাসঙ্গিক একটি চমৎকার পোস্টার পাওয়া গেল ধর্মকারীর পাঠক দিবাকর আইচ-এর সৌজন্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন