সোমবার, ৯ আগস্ট, ২০১০

শিশুতোষ নির্ধর্মীয় পুস্তক

ধর্মকারীর পাঠক ছাগলনাইয়ার বনলতা সেন-এর সৌজন্যে অসাধারণ এক বইয়ের সন্ধান পাওয়া গেল। 

শিশুদের মগজ ধোলাই করে তা আবর্জনাপূর্ণ করতে "ছোটদের ধর্মশিক্ষা", "ছোটদের মহানবী" ধাঁচের বইয়ের সংখ্যা অগণ্য। কিন্তু শিশুকে আল্লাহ-ধর্ম সম্পর্কে কু-রূপকথাহীন স্পষ্ট ধারণা দিয়ে চিন্তা-স্বাবলম্বী করে তোলার ও তার মুক্তচিন্তা বিকাশের পথ খুলে দিতে সহায়তা করার জন্য বাংলা ভাষায় আছে কি কোনও বই?

নেই, খুব সম্ভব। এই বইটি সেই গোত্রের এবং ইংরেজিতে। কী ভালোই না হতো, যদি কেউ বইটি বাংলায় অনুবাদ করে প্রকাশের ব্যবস্থা (কোনও প্রকাশক সাহস পাবে কি?) করতে পারতেন!

ডাউনলোড লিংক (সাইজ: ১.৭ মেগাবাইট)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন